নয়াদিল্লি: সীমান্তে যুদ্ধ পরিস্থিতি। শনিবার ভোর থেকে শুরু হওয়া পাকিস্তানের ‘হেভি শেলিং’-এ উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চল। জম্মুর শম্ভু মন্দিরে পাক গোলা এসে পড়েছে। রাজৌরিতে প্রাণ হারিয়েছেন এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক-সহ অন্তত তিনজন।
বিদেশ মন্ত্রকের জরুরি সাংবাদিক সম্মেলন
সকাল সাড়ে ১০টার পর বিদেশ মন্ত্রকের জরুরি সাংবাদিক সম্মেলনে বিদেশসচিব বিক্রম মিস্রী, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিংহ উপস্থিত থেকে দেশের প্রতিক্রিয়া তুলে ধরেন।
সেখানে কর্নেল সোফিয়া জানান, পাকিস্তান মাঝরাতে ভারতের পঞ্জাবের একটি বায়ুসেনা ঘাঁটিতে মিসাইল হামলার চেষ্টা চালায়, সময় ছিল রাত ১টা ৪০ মিনিট। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সেই হামলা ব্যর্থ হয়।
press briefing by mea and indian army
এদিকে পাক সংবাদমাধ্যম দাবি করেছে, ভারত পাল্টা জবাবে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়েছে। লক্ষ্য ছিল তিনটি গুরুত্বপূর্ণ এয়ারবেস—
* নুর খান এয়ারবেস, রাওয়ালপিন্ডি
* সুক্কুর এয়ারবেস, সিন্ধ
* মুরিদ এয়ারবেস, চাকওয়াল
এই তিনটি ঘাঁটিতেই মিসাইল আঘাত হেনেছে বলে তাদের দাবি। বিশেষ করে নুর খান এয়ারবেস, যা পাকিস্তানের ভিভিআইপি ও সামরিক পরিবহণের অন্যতম প্রধান কেন্দ্র, সেখানকার বিস্ফোরণ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামাবাদের সামরিক মহলে।
ভারত সরকারের পক্ষ থেকে এখনও এই প্রতিআক্রমণের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে প্রতিরক্ষা সূত্র বলছে, ভারতের প্রতিক্রিয়া ছিল “নির্বাচিত এবং সুনির্দিষ্ট”, যার উদ্দেশ্য ছিল শত্রুর সামরিক পরিকাঠামো ও সন্ত্রাসবাদী কার্যকলাপের উৎসে আঘাত হানা।
শনিবার সকাল থেকে পাকিস্তান সেনাকে উদ্ধৃত করে একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, সাইবার হামলা চালানো হয়েছে ভারতের বিদ্যুৎ পরিকাঠামোয়। এই দাবিও সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়ে দিলেন বিদেশসচিব। আফগানিস্তানে ভারতের মিসাইল পড়েছে বলে যে খবর প্রকাশ্যে আসছে, তারও কোনও সারবত্তা নেই বলে জানিয়েছেন তিনি৷ বিদেশ সচিব বলেন, ‘‘কোন দেশ আফগানিস্তানে বার বার হামলা চালিয়ে এসেছে, তা আশা করি নতুন করে মনে করিয়ে দিতে হবে না।’’
Bharat: Pakistan’s heavy shelling in J&K, temple hit. India’s MEA & Army brief on response after Pakistan’s failed airbase missile attack. Reports of Indian strikes on Pakistani airbases. Official Indian reaction awaited.