গত কয়েক সিজনের তুলনায় এবার ও দুরন্ত ছন্দে ধরা দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। শুরুটা খুব একটা ইতিবাচক না হলেও ধীরে ধীরে নিজেদের পুরনো ছন্দে ফিরতে শুরু করেছিল কলকাতা ময়দানের এই প্রধান। স্বাভাবিকভাবেই এবার অতি সহজেই একের পর এক ফুটবল দলকে আটকে লিগ শিল্ড জয় করেছিল সবুজ-মেরুন ব্রিগেড। বলতে গেলে নির্ধারিত ম্যাচের বেশকিছু আগেই পয়েন্টের ভিত্তিতে সকলকে টেক্কা দিয়ে ফেলেছিল মোহনবাগান। যারফলে গতবারের মতো এবারও এই খেতাব ধরে রাখতে সক্ষম হয় সবুজ-মেরুন। কিন্তু শুধু মাত্র সেখানেই শেষ নয়।
দেশের এই প্রথম ডিভিশন ফুটবল লিগের ফাইনালে ও জয় ছিনিয়ে নেয় ময়দানের এই প্রধান। প্রথম দিকে কিছুটা পিছিয়ে পড়তে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি জোসে মোলিনার ছেলেদের। শেষ পর্যন্ত অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেনের অভেদ্য গোলের কাছে পরাজিত হতে হয় জেরার্ড জারাগোজার শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে। সেই সুবাদে, দেশের একমাত্র ফুটবল ক্লাব হিসেবে টানা দুইটি ট্রফি জয় করে মেরিনার্সরা। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। সুপার কাপে খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও সেই নিয়ে খুব একটা ভাবছে না ম্যানেজমেন্ট।
বরং অনেক আগে থেকেই নতুন মরসুমের জন্য পরিকল্পনা সাজাতে শুরু করে দিয়েছে বাগান ব্রিগেড। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন দলের বেশকিছু ফুটবলার। এছাড়াও ভারতীয় ব্রিগেডে ও দেখা যেতে পারে চমক। তবে এসবের মাঝেই উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, দলের দুই তরুণ ফুটবলার তথা আমনদীপ সিং সৌরভ ভানওয়ালার সঙ্গে নাকি দীর্ঘমেয়াদি চুক্তি চাইছেন বাগান কোচ জোসে মোলিনা। বলাবাহুল্য, এবারের রিলায়েন্স কতৃক আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগে ও দাপুটে পারফরম্যান্স থেকেছে আমনদীপের পাশাপাশি সৌরভের মতো ফুটবলারদের।
সবদিক মাথায় রেখেই এবার তাঁদের হয়তো সিনিয়র দলের উপযোগী করে তুলতে চাইছেন মোলিনা। হিসাব অনুযায়ী দেখলে চলতি বছরের মে মাসের শেষেই তাঁদের সঙ্গে চুক্তি শেষ হতে চলেছে ময়দানের এই প্রধানের। সেইকথা মাথায় রেখে এবার কি পদক্ষেপ নেয় ম্যানেজমেন্ট, এখন সেটাই দেখার বিষয়।