অপারেশন সিঁদুরে খতম ১০০ জঙ্গি, হামলা হলে ফের প্রত্যাঘাত: রাজনাথ

নয়াদিল্লি: পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মিরে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর আওতায় চালানো নির্ভুল এয়ারস্ট্রাইকে অন্তত ১০০ জন জঙ্গি নিহত হয়েছে বলে বৃহস্পতিবার অল-পার্টি বৈঠকে নিশ্চিত করেছেন প্রতিরক্ষামন্ত্রী…

100 terrorists killed in Op Sindoor

নয়াদিল্লি: পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মিরে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর আওতায় চালানো নির্ভুল এয়ারস্ট্রাইকে অন্তত ১০০ জন জঙ্গি নিহত হয়েছে বলে বৃহস্পতিবার অল-পার্টি বৈঠকে নিশ্চিত করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি জানান, এই অভিযান এখনও চলছে এবং ভারত প্রয়োজনে আরও পদক্ষেপ নিতে প্রস্তুত।

বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের জানান, “প্রতিরক্ষামন্ত্রী নেতাদের জানিয়েছেন, যেহেতু অভিযান এখনও চলছে, তাই এখনই বিস্তারিত টেকনিক্যাল ব্রিফিং সম্ভব নয়।” তবে তিনি বলেন, “সব রাজনৈতিক দলের নেতারাই সেনার সাহসিকতায় সন্তোষ প্রকাশ করেছেন এবং একসুরে সরকারের পাশে থাকার বার্তা দিয়েছেন।”

   

টার্গেট ছিল ৯টি জঙ্গি ঘাঁটি

অপারেশন সিঁদুরের আওতায় ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মিরে ৯টি জঙ্গি ঘাঁটি নির্ভুলভাবে চিহ্নিত করে হামলা চালায়। মূল টার্গেটে ছিল জইশ-ই-মোহাম্মদ, লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদ্দিন-এর মতো সংগঠনের প্রশিক্ষণ ও অস্ত্রঘাঁটি।

সূত্রের দাবি, এই অপারেশনে বহু মধ্য ও শীর্ষ পর্যায়ের জঙ্গি নিহত হয়েছেন এবং তাদের কমিউনিকেশন ও লজিস্টিক নেটওয়ার্কও ধ্বংস হয়েছে।

লাহোরে বিস্ফোরণের শব্দ, ভারত সরকার নিরব 100 terrorists killed in Op Sindoor

বৃহস্পতিবার পাকিস্তানের লাহোর ও আশেপাশের শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ও রয়টার্স। যদিও এই বিষয়ে ভারত সরকারের তরফ থেকে এখনো কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

“যুদ্ধ চাই না, কিন্তু পিছু হটব না”

বৈঠকে রাজনাথ সিং স্পষ্ট জানান, “আমরা বিষয়টি বাড়াতে চাই না, কিন্তু পাকিস্তান যদি পাল্টা কোনও পদক্ষেপ নেয়, তবে ভারত এক ইঞ্চিও পিছু হটবে না।” তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে প্রায় ১০০ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে, তবে সংখ্যাটি আরও বাড়তে পারে।”

রাজনৈতিক ঐক্য ও সেনাবাহিনীর প্রতি সমর্থন

অল-পার্টি বৈঠকে সব দলের নেতারাই বর্তমান সংকটে একসঙ্গে চলার বার্তা দিয়েছেন। কিরেন রিজিজু বলেন, “এই চ্যালেঞ্জিং সময়ে প্রতিটি দল খুব পরিপক্বতা ও দায়িত্বশীলতার সঙ্গে মত প্রকাশ করেছে। দেশের সুরক্ষা নিয়ে কোনও দলীয় বিভাজন নেই।”

 Bharat: Defence Minister Rajnath Singh confirms around 100 terrorists killed in India’s ‘Operation Sindoor’ air strikes in Pakistan & PoK. India prepared for further action.

Advertisements