টি-২০র পর এবার টেস্ট। তিন ম্যাচের টি২০তে শ্রীলঙ্কাকে (Sri Lanka) উড়িয়ে টেস্ট সিরিজ খেলতে নেমেছিল ভারত (Team India)। আর এবার দু’ম্যাচের টেস্ট সিরিজেও রোহিত ব্রিগেড হোয়াইট ওয়াশ করল শ্রীলঙ্কাকে। ইনিংস ও ২২২ রানে মোহালিতে প্রথম টেস্ট জিতে বেঙ্গালুরুতে নেমেছিল ভারতীয় দল। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গোলাপি বলের দিন-রাতের টেস্টে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ভারত জিতল । গোলাপি বলের দিন-রাতের টেস্ট ভারত জিতে নিল ২৩৮ রানে। আড়াই দিনের ফয়সলা হয়ে গেল বেঙ্গালুরু টেস্ট।
বেঙ্গালুরুতে প্রথম ইনিংসে ২৫২ করে ভারত। টসে জিতে ব্যাট করতে নেমে অল্প রানের ব্যাবধানে মায়াঙ্ক আগরওইয়াল, রোহিত শর্মা, বিরাট কোহলির মত ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে যায় ভারত। শ্রেয়স আইয়ারের ব্যাট থেকে আসা ৯২ রান ম্যাচে ফেরায় ভারতকে। সেঞ্চুরির সামনে গিয়েই ফিরে যান শ্রেয়স। ঋষভ পন্থ করেন ৩৯ রান। দ্বিতীয় ইনিংসে ভারত ৯ উইকেটে ৩০৩ করে ইনিংস ডিক্লেয়ার করে। মাত্র ২৮ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ঋষভ পন্থ। পন্থের দাপুটে ব্যাটিং ভেঙে দেয় কপিল দেবের টেস্টে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড। ভারত লিড নেয় ৪৪৭ রানে। দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ১ উইকেট হারিয়ে ২৮ রান তোলে। ৪১৯ রানে পিছিয়ে ছিল করুণারত্নের দল। অন্যদিকে তৃতীয় দিনে টেস্ট জেতার জন্য ভারতের প্রয়োজন ছিল ৯ উইকেটের।
তৃতীয় দিনের শুরুটা ভালই করেছিল করুণারত্নে-মেন্ডিস জুটি। ৬০ বলে ৫৪ রান করে অশ্বিনের বলে প্যাভিলিয়নে ফেরেন কুশল মেন্ডিস। মেন্ডিস ফেরার পর শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ যেন তাসের ঘর।ক্যাপ্টেন করুণারত্নে ছাড়া কেউই তেমন প্রতিরোধ গড়তে পারেননি শ্রীলঙ্কার হয়ে। ১০৭ রান করেন শ্রীলঙ্কান অধিনায়ক। দ্বিতীয় ইনিংসে বল হাতে দুরন্ত রবিচন্দ্রন অশ্বিন। চার উইকেট নেন তিনি। প্রথম ইনিংসে ফাইফারের পর দ্বিতীয় ইনিংসেও তিন উইকেট নেন জসপ্রীত বুমরা। একটি উইকেট জাদেজার ও জোড়া উইকেট অক্ষর প্যাটেলের।