সীমান্তে যুদ্ধের প্রস্তুতি? অপারেশন সিঁদুরের পর মুখ্যমন্ত্রীদের তলব অমিত শাহের

পাহেলগাঁও হামলার রক্তমাখা স্মৃতির পাল্টা হিসেবেই এবার হুঁশিয়ারি নয়, একেবারে কার্যকর জবাব দিল ভারত। মধ্যরাতে আকাশপথে ভারতের যৌথ বাহিনীর ‘অপারেশন সিন্দুর’ কাঁপিয়ে দিল পাকিস্তান ও…

Amit Shah meeting with CMs DCPs

পাহেলগাঁও হামলার রক্তমাখা স্মৃতির পাল্টা হিসেবেই এবার হুঁশিয়ারি নয়, একেবারে কার্যকর জবাব দিল ভারত। মধ্যরাতে আকাশপথে ভারতের যৌথ বাহিনীর ‘অপারেশন সিন্দুর’ কাঁপিয়ে দিল পাকিস্তান ও PoK-র ৯টি সন্ত্রাসবাদী ঘাঁটি। হামলার পরদিনই বুধবার সকালেই দিল্লিতে জরুরি বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাকিস্তান ও নেপাল সীমান্তঘেঁষা রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব ও ডিজিপিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে রীতিমতো কড়া বার্তা দিলেন তিনি।

কে কে ছিলেন বৈঠকে?

জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, সিকিম ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব ও ডিজিপিরা ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন লাদাখের লেফটেন্যান্ট গভর্নর। দেশের সমস্ত সীমান্তবর্তী রাজ্যকে সতর্ক থাকতে নির্দেশ দেন শাহ।

   

অমিত শাহ সাফ জানিয়ে দিলেন Amit Shah meeting with CMs DCPs

“অপারেশন সিন্দুর ভারতীয় সশস্ত্র বাহিনীর গর্বের প্রতীক। পাহেলগাঁও-এ নিরীহ পর্যটকদের রক্তের জবাব দিয়েছে ভারত। সন্ত্রাসের শিকড় উপড়ে ফেলার সংকল্পেই মোদি সরকার অটল। ভারতের উপর আঘাত মানেই ধ্বংসাত্মক জবাব।”

 তৎপরতা সর্বোচ্চ স্তরে

স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছেন—কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীগুলির ছুটিতে থাকা সব অফিসারদের অবিলম্বে কাজে যোগ দিতে হবে। গোটা দেশের নিরাপত্তা ব্যবস্থার নতুন করে পর্যালোচনা চলছে। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

 সেনাবাহিনীর সম্মিলিত কৌশল

সকাল ১০:৩০টায় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং জানান, রাত ১টা থেকে ১:৩০টার মধ্যে টার্গেট করা হয় ৯টি সন্ত্রাসবাদী ঘাঁটি। প্রতিটি লক্ষ্যচিহ্ন ছিল নিখুঁত। ভারতের কৌশল ছিল ‘স্পট হিট, ক্লিন এক্সিকিউশন’।

 কূটনৈতিক স্তরেও বার্তা

পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেন, “জম্মু ও কাশ্মীরে স্বাভাবিকতা ফিরছে, আর সেটাকেই পেছন থেকে ছুরি মারার চেষ্টা করেছিল জঙ্গিরা। এবার তারা বুঝবে, খেলা বদলে গেছে।”

রাষ্ট্রপতিকে ব্রিফ করলেন মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে রাষ্ট্রপতি ভবনে সাক্ষাৎ করেন। ‘অপারেশন সিন্দুর’-এর প্রতিটি দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি। রাষ্ট্রপতির দফতর এক্স (সাবেক টুইটার)-এ এই সাক্ষাতের ছবি প্রকাশ করে।

 Bharat: Home Minister Amit Shah holds urgent meeting with border state CMs, DGPs after ‘Operation Sindoor’ strike in Pakistan. Issues strong warning, reviews security.

Advertisements