ফের মানবিক মুখ্যমন্ত্রী, নিহত জওয়ান ঝন্টু শেখের স্ত্রীকে সরকারি চাকরি

মুর্শিদাবাদ: দু’দিনের জেলা সফরে সোমবার দুপুরে মুর্শিদাবাদের বহরমপুরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠক, আইনশৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা এবং উপদ্রুত এলাকাগুলি ঘুরে দেখাই তাঁর সফরের মূল…

Mamata Banerjee Murshidabad Visit

মুর্শিদাবাদ: দু’দিনের জেলা সফরে সোমবার দুপুরে মুর্শিদাবাদের বহরমপুরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠক, আইনশৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা এবং উপদ্রুত এলাকাগুলি ঘুরে দেখাই তাঁর সফরের মূল লক্ষ্য। মঙ্গলবার মুখ্যমন্ত্রী ধুলিয়ান, শমসেরগঞ্জ ও সুতির মতো সম্প্রতি উত্তপ্ত হয়ে ওঠা অঞ্চলগুলিতে যাবেন। পাশাপাশি জঙ্গিপুরে বসবে আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক।

মানবিক মুখ্যমন্ত্রী

সফরের প্রথম দিনই রাজ্য সরকারের সংবেদনশীল মানবিক মুখ তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। সুতিতে আয়োজিত প্রশাসনিক বৈঠকে শহিদ সেনা জওয়ান ঝন্টু আলি শেখের স্ত্রীকে পাশে নিয়ে ঘোষণা করলেন—তাঁর হাতে তুলে দেওয়া হবে রাজ্য হোমগার্ডের চাকরি। সেই সঙ্গে পরিবারকে দেওয়া হবে ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা। শুধু তাই নয়, শহিদের সন্তানদের পড়াশোনার যাবতীয় দায়ভারও নেবে রাজ্য সরকার।

   

প্রসঙ্গত, সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ হন মুর্শিদাবাদের বাসিন্দা ঝন্টু আলি শেখ। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা প্রশাসনিক মহলে যেমন প্রশংসিত, তেমনই সাধারণ মানুষের মধ্যেও আবেগের ছায়া ফেলেছে।

নিশানায় বিএসএফ Mamata Banerjee Murshidabad Visit

তবে প্রশাসনিক সফরের মঞ্চ থেকেই কেন্দ্রীয় শাসক দল এবং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর বিরুদ্ধে কড়া আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, সুতিসহ একাধিক এলাকায় সাম্প্রতিক হিংসার ঘটনায় বিএসএফ-এর ভূমিকা প্রশ্নের মুখে। মুখ্যমন্ত্রী বলেন, “সীমান্ত এলাকায় বিএসএফ কোথায় কী করছে, সেটা রাজ্য জানে না। অথচ গোলমালের সময় তারাই সক্রিয় হয়ে ওঠে। লিয়ান এবং সুতিতে যারা অশান্তি ছড়িয়েছে, তাদের মদত কোথা থেকে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”

বক্তব্যের এক পর্যায়ে নাম না করেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বলেন, “দেশের অ্যাক্টিং প্রাইম মিনিস্টার কে, সেটা আমি জানি না। তবে কিছু ছাত্র এসে আমাকে জানিয়েছেন। বিজেপি হয়তো জানে। আমি শুধু বলতে চাই—চেয়ারে বসে বিভেদের রাজনীতি করবেন না। সাম্প্রদায়িক উত্তেজনা না ছড়িয়ে বরং সীমান্ত রক্ষা করুন। দেশকে ভাগ করার রাজনীতি চলবে না।”

ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ

উল্লেখ্য, সংশোধিত ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ কর্মসূচির জেরেই সম্প্রতি মুর্শিদাবাদের একাধিক জায়গায় হিংসা ছড়ায়। সরকারি সূত্রে জানা গিয়েছে, অশান্তির নেপথ্যে কারা ছিল, কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল তা খতিয়ে দেখা হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী নিজেও জানান, তিনি সরাসরি বিষয়টি নজরে রাখছেন। তাঁর কথায়, “এই ঘটনার আসল চিত্র খুব শীঘ্রই জনসমক্ষে আনা হবে। কে উস্কানি দিল, কে ছড়াল গুজব, আর কারা ব্যবহার হল—সব জানা যাবে।”

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রশাসনিক তৎপরতার পাশাপাশি রাজনৈতিক উত্তাপও ক্রমেই বাড়ছে। যেখানে একদিকে শহিদ পরিবারকে পাশে দাঁড়ানোর মানবিক বার্তা, অন্যদিকে সীমান্ত হিংসা ও সাম্প্রদায়িক উত্তেজনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরাসরি আক্রমণ—এই সফর যে শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক বার্তাও বহন করছে, তা বলাই যায়।

West Bengal: CM Mamata Banerjee visits Murshidabad, reviews law and order, meets martyr’s family offering job and aid. Criticizes BSF’s role in recent violence in Suti and other areas. Focus on administrative meetings and affected regions.

Advertisements