কাশ্মীর তুলে পিঠ বাঁচানোর চেষ্টা, রাষ্ট্রসংঘে একঘরে পাকিস্তান

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হানায় ২৬ জন নিরীহ মানুষ প্রাণ হারানোর পর ভারত-পাকিস্তান সম্পর্কের  উত্তেজনা চরমে পৌঁছেছে। এই প্রেক্ষিতে সোমবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা…

কাশ্মীর তুলে পিঠ বাঁচানোর চেষ্টা, রাষ্ট্রসংঘে একঘরে পাকিস্তান

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হানায় ২৬ জন নিরীহ মানুষ প্রাণ হারানোর পর ভারত-পাকিস্তান সম্পর্কের  উত্তেজনা চরমে পৌঁছেছে। এই প্রেক্ষিতে সোমবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (UNSC) ঘরোয়া বৈঠকে পাকিস্তানের ভূমিকা নিয়ে একাধিক সদস্য রাষ্ট্রের তরফে কড়া প্রশ্ন তোলা হল। সূত্রের খবর, আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের প্রচেষ্টা কার্যত মুখ থুবড়ে পড়ে।

‘ক্লোজড-ডোর কনসালটেশন’-এর অনুরোধ পাকিস্তানের

UNSC-র অস্থায়ী সদস্য পাকিস্তান নিজেই এই ‘ক্লোজড-ডোর কনসালটেশন’-এর অনুরোধ জানিয়েছিল। কিন্তু সেই মঞ্চে ফের ভারত-বিরোধী বক্তব্য রাখেন পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ। তিনি কাশ্মীর ইস্যু তুলেই ভারতকে উস্কানিমূলক পদক্ষেপের জন্য দায়ী করেন—যা অনেকেই পহেলগাঁও হামলা থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা হিসেবেই দেখছেন।

   

৯০ মিনিটের বৈঠকে একাধিক রাষ্ট্র পাকিস্তানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও পারমাণবিক হুঁশিয়ারি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। একই সঙ্গে, “ফলস ফ্ল্যাগ” বা মিথ্যে ষড়যন্ত্রের তত্ত্ব যে পাকিস্তান তুলে ধরেছিল, তা সরাসরি খারিজ করে দেওয়া হয়। আলোচনায় লস্কর-ই-তইবা (LeT)-র সম্ভাব্য ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে। বিশেষ করে, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে পর্যটকদের নিশানা করা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান সদস্যরা।

প্রেস বিবৃতি ছাড়াই বৈঠক শেষ Pakistan fails to sway UN

সূত্রের দাবি, বৈঠকের পরে পাকিস্তান একটি যৌথ প্রেস বিবৃতি প্রকাশ করতে চাইলেও কোনও দেশ—এমনকি চীনও—তাতে সায় দেয়নি। ফলত, কোনও প্রেস বিবৃতি বা সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। এক কথায়, আন্তর্জাতিক মঞ্চে একঘরে হয়ে পড়ে পাকিস্তান।

বৈঠকের আগে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, “ভারত-পাকিস্তান সম্পর্ক বর্তমানে বহু বছরের মধ্যে সবচেয়ে উত্তপ্ত পর্যায়ে পৌঁছেছে। এখনই সংযম দেখানোর সময়। মিলিটারি কনফ্রন্টেশনে কোনও সমাধান নেই। নাগরিকদের নিশানা করা একেবারেই মেনে নেওয়া যায় না। দায়ীদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে।”

কূটনৈতিক মহলের মতে, পাকিস্তান আবারও কাশ্মীর ইস্যুকে সামনে এনে আন্তর্জাতিক সহানুভূতি কুড়োনোর চেষ্টা করলেও, এই মুহূর্তে বিশ্ব সম্প্রদায় স্পষ্টতই জঙ্গি হানার দায় থেকে তাদের অব্যাহতি দিচ্ছে না।

 World: UNSC holds closed-door meeting requested by Pakistan on Pahalgam attack and India-Pakistan tensions. No statement issued, raising questions about its significance. Pakistan attempts to link attack to Kashmir issue.

Advertisements