বহু প্রত্যাশা নিয়ে এবারের সিজন শুরু করেছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। তৎকালীন কোচ কার্লেস কুয়াদ্রাতের নির্দেশ মতো মরসুমের শুরুতেই একের পর এক হাইপ্রোফাইল ফুটবলারদের দলে টেনেছিল কলকাতা ময়দানের এই প্রধান। যা নিঃসন্দেহে খুশি করেছিল সকল সমর্থকদের। কিন্তু সাফল্য মেলেনি। গত বছর ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের ফাইনাল খেললেও এবার ছিটকে যেতে হয়েছিল কোয়ার্টার ফাইনালেই। যা ভালোভাবে নেয়নি সমর্থকরা। তবুও পরবর্তীতে দলের ভালো পারফরম্যান্সের আশায় বুক বেঁধেছিল সকলে। কিন্তু সেটা সম্ভব হয়নি।
Also Read | জামশেদপুর এফসিকে হারিয়ে সুপার কাপ জয়ী এফসি গোয়া
দেশের প্রথম ডিভিশনের ফুটবল লিগ তথা ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ছয়টি ম্যাচেই নাস্তানাবুদ হতে হয় দলকে। এই পরিস্থিতিতে দলের দায়িত্ব ছাড়েন কুয়াদ্রাত। পরিবর্তে দলের দায়িত্ব তুলে দেওয়া হয় অস্কার ব্রুজনের হাতে। তাঁর তত্ত্বাবধানে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল দল। কিন্তু খেলোয়াড়দের চোট আঘাতের পাশাপাশি নানাবিধ সমস্যার দরুন বারংবার ব্যাকফুটে চলে গিয়েছিল ইস্টবেঙ্গল। যার দরুন অনবদ্য লড়াই করে ও সুপার সিক্সের আশা জিইয়ে রাখা সম্ভব হয়নি তাঁদের পক্ষে। তারপরে ও কলিঙ্গ সুপার কাপ নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল সকলে।
Also Read | কোহলি-শেফার্ড ঝড়ে চেন্নাইকে হারিয়ে শীর্ষে উঠল রয়্যাল চ্যালেঞ্জার্স
কিন্তু সেখানেও মিলেছে একরাশ হতাশা। দক্ষিণের শক্তিশালী ফুটবল ক্লাব কেরালা ব্লাস্টার্সের কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয় টুর্নামেন্টের প্রিকোয়ার্টার ফাইনালে। গত বছর এই টুর্নামেন্টে শক্তিশালী ওডিশা এফসিকে তাঁদের ঘরের মাঠে পরাজিত করেই চ্যাম্পিয়ন হয়েছিল লাল-হলুদ ব্রিগেড। কিন্তু এবার বজায় থাকল না সেই ধারা। সেই নিয়ে বর্তমানে ক্ষোভে ফুঁসতে শুরু করেছে সমর্থকরা। কিন্তু তবুও স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের পাশাপাশি নয়া দায়িত্বে আসা থাংবোই সিংটোর তত্ত্বাবধানে নতুন সিজনের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট।
Also Read | সিএসকে-আরসিবি ম্যাচে ডিআরএস নাটকে তোলপাড়
বিগত কয়েক সপ্তাহ ধরেই সেই নিয়ে উঠে আসতে শুরু করেছে একের পর এক হাইপ্রোফাইল ফুটবলারদের নাম। বিশেষ সূত্র মারফত খবর, মাদিহ তালাল বাদে বদল করা হতে পারে দলের অধিকাংশ ফুটবলারদের। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত নয় বিষয়টি। যার মধ্যে এবার উঠে আসতে শুরু করেছে স্প্যানিশ তারকা সাউল ক্রেসপোর নাম। গত বছর এই মিডফিল্ডারের হাত ধরেই একের পর এক ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু এবার চোট আঘাতের সমস্যায় জেরবার থেকেছেন এই তারকা। যা নিঃসন্দেহে ভাবাচ্ছে সকলকে। হিসাব অনুযায়ী আগামী ২০২৬ সাল পর্যন্ত এই তারকা ফুটবলারের সঙ্গে দলের চুক্তি থাকলেও, মনে করা হচ্ছে লোন ডিলের মধ্যে দিয়ে তাঁকে অন্য দলে পাঠাতে পারে ইস্টবেঙ্গল।
সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে আইলিগের শক্তিশালী ফুটবল ক্লাব ইন্টার কাশীর নাম। এবারের এই ফুটবল সিজনে অভূতপূর্ব পারফরম্যান্স ছিল বারাণসীর এই ফুটবল ক্লাবের। শোনা যাচ্ছে আগামী মরসুমে দলের মাঝমাঠের শক্তি বাড়াতে এই তারকা ফুটবলারকে নিতে যথেষ্ট আগ্ৰহী ইন্টার কাশী। আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে এই বিষয়টি।