বিগত কয়েক বছর মতো এবারও সাফল্যের ধারা বজায় রেখেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। এবারের মরসুমে ইন্ডিয়ান সুপার লিগের শিল্ড জয় করার পাশাপাশি লিগ কাপ ও ঘরে তুলেছে কলকাতা ময়দানের এই প্রধান। স্বাভাবিক ভাবেই খুশির আমেজ রয়েছে বাগান শিবিরে। বর্তমানে ভারতবর্ষের একমাত্র ফুটবল ক্লাব হিসেবে এক সিজনে এই জোড়া খেতাব ঘরে তুলেছে শুভাশিস বসুরা। যা স্থান করে নিয়েছে ইতিহাসের পাতায়। এবারের কলিঙ্গ সুপার কাপে ও সেই ছন্দেই দলকে দেখার আশা ছিল সমর্থকদের। তবে এক্ষেত্রে হাতে গোনা কয়েকজন সিনিয়র ফুটবলারদের স্কোয়াডে রেখে অধিকাংশ ক্ষেত্রেই দলের যুব ফুটবলারদের সুযোগ দিয়েছিল মোহনবাগান।
Also Read | মুম্বাইয়ের ফুটবলারের দিকে নজর একাধিক ক্লাবের, আগ্ৰহ দেখাবে ইস্টবেঙ্গল?
চূড়ান্ত সাফল্য না আসলেও তরুণ ফুটবলারদের পারফরম্যান্স ও মন জয় করেছে সকলের। এই সর্বভারতীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাই পাওয়ার দরুন প্রথম ক্লাব হিসেবে কোয়ার্টার ফাইনালে স্থান করে নিয়েছিল মেরিনার্সরা। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল দক্ষিণের শক্তিশালী ফুটবল ক্লাব কেরালা ব্লাস্টার্সের সঙ্গে। একের পর এক হাইপ্রোফাইল ফুটবলার সেই দলে থাকলে ও বাস্তব রায়ের তরুণ ব্রিগেডের সামনে সম্পূর্ণ অফকালার থেকেছে কেরালা। যারফলে অনায়াসেই দল পৌঁছে গিয়েছিল সেমিফাইনালে।
Also Read | ‘কলিঙ্গ যুদ্ধে’ এএফসি স্বপ্নের লড়াইয়ে জামশেদপুর-গোয়ার মহারণ
সেখানে ও হাড্ডাহাড্ডি লড়াই করে বাগানের ছোটরা। টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলেও সুহেল আহমেদ ভাটের পাশাপাশি সৌরভ ভানওয়ালা ও সালাউদ্দিন আদনানের মতো ফুটবলারদের দাপট কার্যত চমকে দিয়েছিল সকলকে। এবার নতুন সিজনের জন্য ঘর গোছানোর দিকেই বাড়তি নজর দিচ্ছে ম্যানেজমেন্ট। বিগত কয়েক সপ্তাহ ধরেই উঠে আসতে শুরু করেছে একের পর এক হাইপ্রোফাইল ফুটবলারদের নাম। যেদিকে নজর রয়েছে বাগান সমর্থকদের। তবে শুধুমাত্র দল গঠন নয়। বর্তমানে আপামর বাগান জনতার নজরে রয়েছে ক্লাবের নির্বাচন। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রানার তত্ত্বাবধানে পূর্বেই গঠিত হয়েছে পাঁচ সদস্যের নির্বাচনী বোর্ড।
Also Read | ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতে সম্ভবত বাতিল হচ্ছে এশিয়া কাপ
সব ঠিকঠাক থাকলে আগামী জুন মাসেই হতে পারে ক্লাবের নির্বাচন। বর্তমানে সেই নিয়ে সরগরম কলকাতা ময়দান। এই আবহেই শুক্রবার বিকেলে সদস্যদের উদ্দেশ্যে বিশেষ নির্দেশিকা জারি করা হয় বাগানের তরফে। যেখানে বলা হয়েছে ” সকলের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে সদস্যপদ পুনর্নবীকরণ প্রক্রিয়াটি পরবর্তী নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করা হতে চলেছে।” অর্থাৎ নির্বাচন সম্পন্ন হওয়ার পর পুনরায় চালু হবে এই প্রক্রিয়া।