মুম্বাইয়ের ফুটবলারের দিকে নজর একাধিক ক্লাবের, আগ্ৰহ দেখাবে ইস্টবেঙ্গল?

ভারতীয় ক্লাব ফুটবলে অন্যতম শক্তিশালী একটি ফুটবল ক্লাব মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। গত মরসুমে শক্তিশালী মোহনবাগান সুপার জায়ান্টকে পরাজিত করে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল…

Vikram Pratap Singh

ভারতীয় ক্লাব ফুটবলে অন্যতম শক্তিশালী একটি ফুটবল ক্লাব মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। গত মরসুমে শক্তিশালী মোহনবাগান সুপার জায়ান্টকে পরাজিত করে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল এই দল। কিন্তু এবার বজায় থাকেনি সেই ধারা। এই বছর যথেষ্ট হতাশাজনক ফল থেকেছে পেট্র ক্র্যাটকির ছেলেদের। বিশেষ করে ইন্ডিয়ান সুপার লিগে কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে ড্র করেই শুরু করতে হয়েছিল টুর্নামেন্ট। পরবর্তী ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। জামশেদপুর এফসির পাশাপাশি শক্তিশালী বেঙ্গালুরু এফসির কাছে ও আটকে যেতে হয়েছিল আইএসএল জয়ী এই দলকে।

Also Read | ‘কলিঙ্গ যুদ্ধে’ এএফসি স্বপ্নের লড়াইয়ে জামশেদপুর-গোয়ার মহারণ

   

স্বাভাবিকভাবেই সকলকে হতাশ করে টেবিলের একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল রনবীর কাপুরের ক্লাব। কিন্তু দ্বিতীয় লেগ থেকেই ছন্দে ফিরতে শুরু করেছিল পেট্র ক্র্যাটকির ছেলেরা। তবে গোয়া ম্যাচে বিরাট বড় ব্যবধানে পরাজিত হতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি লালিয়ানজুয়ালা ছাংতেদের। শেষ ম্যাচে বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে সুপার সিক্স নিশ্চিত করে ফেলেছিল পেট্র ক্র্যাটকির ছেলেরা। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। নক আউটে নিজেদের নিশ্চিত করে ফেললে ও ছিটকে যেতে হয়েছিল প্রথমেই। পাঁচটি গোলের ব্যবধানে সেই ম্যাচে বেঙ্গালুরু এফসির কাছে নাস্তানাবুদ হতে হয়েছিল থায়ের ক্রোমাদের।

Also Read | ইতিহাসের পথে জামশেদপুর এফসি! মন্তব্য সেমিফাইনাল হিরোর

এই হতাশা কাটিয়ে কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য ছিল মুম্বাই সিটির। কিন্তু গত কয়েকদিন আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে মুম্বাই সিটি এফসি। সেই নিয়ে খুব একটা খুশি নয় দলের সমর্থকরা। পুরনো সমস্ত কিছু ভুলে এখন থেকেই নতুন সিজনের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে সিটি ম্যানেজমেন্ট। এক্ষেত্রে দলের বেশ কিছু ফুটবলারদের রিলিজ করে দিতে চলেছে দেশের বাণিজ্য নগরীর এই ক্লাব। সেক্ষেত্রে এবার বিভিন্ন মাধ্যম সূত্রে উঠে আসছে বিক্রম প্রতাপ সিংয়ের (Vikram Pratap Singh) নাম। এবারের মরসুমে দলের হয়ে একাধিক ম্যাচ খেলেছিলেন এই ভারতীয় উইঙ্গার।

দলের হয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন চন্ডিগড়ের এই তারকা। হিসাব অনুযায়ী তাঁর সঙ্গে আগামী বছর পর্যন্ত চুক্তি থাকলেও লোন ডিলের মধ্য দিয়ে হয়তো তাঁকে অন্যত্র পাঠাতে পারে মুম্বাই। সেক্ষেত্রে যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছে ইমামি ইস্টবেঙ্গলের পাশাপাশি পাঞ্জাব এফসি সহ কেরালা ব্লাস্টার্সের মতো দল। তবে এক্ষেত্রে বিরাট অঙ্কের অর্থ খরচ করতে হতে পারে সেই দলকে‌।