বৃষ্টির দাপটে উধাও গরম! কত দিন থাকবে এই স্বস্তি?

কলকাতা: টানা দাবদাহের পর অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলল বাংলা। বৈশাখের শেষ লগ্নে এসে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির দাপট। তীব্র গরমে হাঁসফাঁস করা রাজ্যবাসী স্বস্তি পেলেন বৃহস্পতিবার বিকেলের…

South Bengal Weather Relief

কলকাতা: টানা দাবদাহের পর অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলল বাংলা। বৈশাখের শেষ লগ্নে এসে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির দাপট। তীব্র গরমে হাঁসফাঁস করা রাজ্যবাসী স্বস্তি পেলেন বৃহস্পতিবার বিকেলের বৃষ্টিতে। কলকাতা সহ বিভিন্ন জেলায় তাপমাত্রা কিছুটা কমেছে, মিলেছে প্রশান্তি।

তৈরি নতুন ঘূর্ণাবর্ত

তবে এখানেই শেষ নয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দিনগুলোতেও চলবে প্রকৃতির এই খেলা। তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত— তার জেরে রাজ্যের দুই বঙ্গেই বজ্র-সহ বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে আগামী ৭ মে পর্যন্ত।

   

দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, গতি ছুঁতে পারে ৪০ কিমি প্রতি ঘণ্টা
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আগামী পাঁচ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি গতিতে বইতে পারে এই দমকা হাওয়া, যা কিছুটা বিঘ্ন ঘটাতে পারে দৈনন্দিন জীবনে। তবে এর সুফলও মিলবে৷ তাপমাত্রা নামবে আরও নিচে, আর গরমের জ্বালা থেকে কিছুটা অন্তত মুক্তি মিলবে শহর থেকে গ্রামে।

উত্তরবঙ্গেও ছড়াবে বৃষ্টির আমেজ South Bengal Weather Relief

শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও মিলতে চলেছে বৃষ্টির পরশ। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পং— এই জেলাগুলিতেও বজ্র-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গেও দমকা হাওয়ার গতি বাড়তে পারে বলে জানানো হয়েছে।

বৃষ্টির সঙ্গে ফিরছে স্বস্তি, কমেছে গরমের দাপট

বৈশাখের শেষদিকে এই ঝড়বৃষ্টি যেমন নিয়ে এল স্বস্তি, তেমনি জারি থাকছে সতর্কতা। ছাতা সঙ্গে রাখার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা, সঙ্গে নজর রাখতে হবে আকাশের গতিবিধির উপরও। তবে আপাতত প্রকৃতির এই বদল রাজ্যবাসীর কাছে স্বস্তির শীতল বাতাস বলেই মনে করছেন অনেকেই।

West Bengal: South Bengal finally gets relief from the intense heatwave with thunderstorms. Kolkata and other districts experience temperature drop. New cyclonic circulation brings rain forecast until May 7 with gusty winds up to 40 kmph.