জামশেদপুর এফসির কাছে পরাজিত হয়ে কী বললেন পেট্র ক্র্যাটকি?

বুধবার সন্ধ্যায় সুপার কাপের সেমিফাইনাল খেলতে নেমেছিল মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসির সঙ্গে। পূর্ন…

Image of Mumbai City FC Coach Petr Kratky, a man wearing a team tracksuit and cap, standing on a football field with a determined expression

বুধবার সন্ধ্যায় সুপার কাপের সেমিফাইনাল খেলতে নেমেছিল মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসির সঙ্গে। পূর্ন সময়ের শেষে একটি মাত্র গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় খালিদ জামিলের জামশেদপুর। প্রথম থেকেই উভয় দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা দিলেও শেষ পর্যন্ত রেই তাচিকাওয়ার গোলে জয় ছিনিয়ে নেয় দেশের ইস্পাত নগরীর এই ফুটবল ক্লাব। প্রথমার্ধে অনবদ্য পারফরম্যান্স থাকলেও গোলের দেখা মেলেনি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের মুখ খুলতে তৎপর হয়ে ওঠে উভয় দল। কিন্তু আলবিনো গোমসের দক্ষতায় খুব একটা সুবিধা করতে পারেনি মুম্বাই সিটি।

তবে ঘন ঘন আক্রমণের পর ৮৭ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন তাচিকাওয়া। পরবর্তীতে আরও বেশ কয়েকবার গোলের সুযোগ এসেছিল জামশেদপুরের ফুটবলারদের কাছে। কিন্তু কাজের কাজ করা সম্ভব হয়নি। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৬ মিনিট সময় সংযুক্ত করেছিল ম্যাচ রেফারি। তাতে ও বদলায়নি খেলার ফলাফল। শেষ পর্যন্ত একটি গোলেই আসে জয়। গত বছর ইমামি ইস্টবেঙ্গলের বিপক্ষে পরাজিত হয়েই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল এই ফুটবল ক্লাব। কিন্তু এবার ট্রফি জিততে বদ্ধপরিকর স্টিফেন এজেরা। প্রতিপক্ষ দলের এমন দাপুটে পারফরম্যান্স নিয়ে ম্যাচ শেষে মুখ খোলেন মুম্বাই সিটি এফসির কোচ পেট্র ক্র্যাটকি।

   

তিনি বলেন, ” জামশেদপুর এফসি খুব ভালো দল। আমাদের দলের তুলনায় তাঁরা যথেষ্ট আক্রমণাত্মক ফুটবল খেলেছে। সকলেই জানেন তাঁরা খুব কঠোর পরিশ্রম করে। এবং এই ম্যাচ জেতার জন্য তাঁরা সবকিছুই করেছে। গত কয়েক সপ্তাহের এই ম্যাচ গুলি আমাদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। সমস্ত আঘাত এবং সবকিছু সত্ত্বেও, আমি মনে করি আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। তাই হ্যাঁ সবার প্রতি আমি কৃতজ্ঞ। কিন্তু পরবর্তী সিজনে আমরা কী করতে পারি, সেই দিক থেকে আমাদের জন্য এটা একটা ভালো পদক্ষেপ ছিল। দলের সকল ফুটবলাররা তারা অত্যন্ত কঠোর পরিশ্রম করেছে। তাঁরা সেখানে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে।”

গত সিজনে আইএসএল লিগ কাপ জয়ের পর এবার খালি হাতে মরসুম শেষ করায় যথেষ্ট হতাশ সমর্থকরা। তবে এখন থেকেই নয়া সিজনের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। আসলে এবারের ব্যর্থতা কাটিয়ে উঠে নিজেদেরকে সাফল্যের সরণিতে ফেরানোই প্রধান লক্ষ্য সকলের।