ওয়াকফ ইস্যুতে বিজেপিকে জবাব দিতেই কি জেলার সফরে মুখ্যমন্ত্রী? জল্পনা তুঙ্গে

ওয়াকফ জমি সংক্রান্ত বিতর্ক ও রাজনৈতিক চাপানউতোরের মাঝেই আগামী ৫ মে মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যদিও সরকারি সূত্রে এখনও আনুষ্ঠানিকভাবে সফরের…

Mamata Banerjee to Visit Murshidabad on Monday Amid Wakf Row

ওয়াকফ জমি সংক্রান্ত বিতর্ক ও রাজনৈতিক চাপানউতোরের মাঝেই আগামী ৫ মে মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যদিও সরকারি সূত্রে এখনও আনুষ্ঠানিকভাবে সফরের কর্মসূচি ঘোষণা করা হয়নি, তবে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর এই সফর শুধুই প্রশাসনিক নয়, এর সঙ্গে রাজনৈতিক বার্তাও জড়িত।

সম্প্রতি ওয়াকফ জমি নিয়ে একাধিক অভিযোগ, তদন্ত ও রাজনৈতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে তৈরি হয়েছে বিতর্ক। বিজেপি ও বিরোধীরা রাজ্য সরকারের বিরুদ্ধে ওয়াকফ সম্পত্তির ‘অপব্যবহার’ (Mamata Banerjee)  এবং ‘অনিয়ম’ নিয়ে সরব হয়েছে। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)  সরাসরি অভিযোগ করে বলেন, “ওয়াকফ নিয়ে চক্রান্ত চলছে। সব ফাঁস করে দেব।” সেই সঙ্গে তিনি জানান, মে মাসের শুরুতেই তিনি মুর্শিদাবাদ সফরে যাবেন।

   

সফরের সম্ভাব্য কর্মসূচি

মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)  এই সফরে থাকছে প্রশাসনিক বৈঠক, একাধিক প্রকল্পের উদ্বোধন ও রাজনৈতিক সভা। সূত্র অনুযায়ী, তিনি জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখবেন এবং নতুন কিছু প্রকল্পের সূচনাও করবেন। পাশাপাশি, সম্ভাব্য একটি দলীয় সভা থেকেও তিনি বিজেপি ও বিরোধীদের বিরুদ্ধে কড়া বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে।

মুর্শিদাবাদ (Mamata Banerjee)  জেলার বড় অংশই সংখ্যালঘু অধ্যুষিত, এবং ওয়াকফ সংক্রান্ত বিতর্ক সরাসরি এই জেলার মানুষের উপর প্রভাব ফেলছে। তাই এই সফরকে শুধু প্রশাসনিক না ভেবে রাজনৈতিক কৌশলের অংশ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

ওয়াকফ বিতর্কের প্রেক্ষাপট

রাজ্যে ওয়াকফ বোর্ড ও ওয়াকফ সম্পত্তি নিয়ে গত কয়েক মাস ধরেই উত্তেজনা। বিরোধীরা অভিযোগ করেছে, সরকারি মদতে ওয়াকফ সম্পত্তি অবৈধভাবে বণ্টন ও হস্তান্তর হয়েছে। রাজ্য সরকার এই অভিযোগ অস্বীকার করলেও, মুখ্যমন্ত্রী নিজেই বিষয়টিকে চক্রান্ত বলে অভিহিত করেছেন।

তিনি(Mamata Banerjee)  দাবি করেন, “ধর্মকে হাতিয়ার করে রাজ্যে অস্থিরতা তৈরি করতে চাইছে কিছু শক্তি। ওয়াকফ বোর্ডকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। আমি নিজে সব জানি। সঠিক সময়ে সব প্রকাশ করব।”

রাজনৈতিক গুরুত্ব

পঞ্চায়েত ও লোকসভা ভোটের প্রাক্কালে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)  এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। মুর্শিদাবাদ জেলা তৃণমূলের জন্য একদিকে যেমন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, অন্যদিকে তেমনই বিজেপির জন্যও এটি টার্গেট জেলা হিসেবে বিবেচিত। সংখ্যালঘু ভোটব্যাঙ্ক ধরে রাখতে ও বিরোধীদের বিরুদ্ধে প্রত্যক্ষ বার্তা দিতে মুখ্যমন্ত্রীর এই সফর বিশেষ তাৎপর্য বহন করছে।

তৃণমূল (Mamata Banerjee)  সূত্রে আরও জানা গিয়েছে, সফরের সময় মুখ্যমন্ত্রী স্থানীয় দলীয় নেতৃত্ব ও কর্মীদের সঙ্গেও বৈঠক করবেন। পঞ্চায়েত স্তরে দলের সংগঠন মজবুত করতে নির্দেশ দেবেন তিনি।

ওয়াকফ বিতর্কে যখন রাজ্য রাজনীতি উত্তাল, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)  মুর্শিদাবাদ সফর একদিকে যেমন প্রশাসনিক দিক থেকে গুরুত্বপূর্ণ, অন্যদিকে রাজনৈতিক বার্তাও স্পষ্ট। সংখ্যালঘুদের আশ্বস্ত করা এবং বিরোধীদের চক্রান্তের মোকাবিলা—এই দুই উদ্দেশ্যেই যে এই সফর, তা বলাই যায়।