Pakistan protects Hafiz Saeed
ইসলামাবাদ: কাশ্মীরের পহেলগাঁও-এ ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন সাধারণ নাগরিকের মৃত্যুর পর, সেই হামলার মূলচক্রী বলে সন্দেহভাজন লস্কর-ই-তইবা প্রধান হাফিজ সইদের নিরাপত্তা চতুর্গুণ বাড়িয়ে দিল পাকিস্তান। সেনা, গোয়েন্দা সংস্থা ও লস্করের মিলিত নজরদারিতে এখন কঠোর পাহারায় রয়েছেন আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এই জঙ্গি নেতা।
সূত্র অনুযায়ী, পাকিস্তানের সেনাবাহিনী তাঁর লাহোরের বাসভবনে ২৪ ঘণ্টার সশস্ত্র প্রহরা বসিয়েছে। তাঁর বাসস্থানের চারপাশে উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে৷ পাশাপাশি ড্রোন দিয়ে নজরদারি চলছে লাগাতার।
কোথায় রয়েছেন হাফিজ সইদ?
হাফিজ সইদের বাড়ি লাহোর শহরের ঘনবসতিপূর্ণ মহল্লা জোহর টাউনে। সরকারি দাবি অনুযায়ী, তিনি সন্ত্রাসে অর্থ জোগান দেওয়ার মামলায় কারাবন্দি। কিন্তু বাস্তবে, তিনি রয়েছেন নিজের বিলাসবহুল বাসভবনে, যা এখন কার্যত একটি ‘সাব-জেল’-এ পরিণত হয়েছে।
সেই বাড়িতে রয়েছে— একটি সুরক্ষিত ভবন,একটি বড় মসজিদ ও মাদ্রাসা, যেখান থেকে তিনি সংগঠন পরিচালনা করেন, একটি নতুন তৈরি ব্যক্তিগত পার্ক, যেটি তার বৈঠকস্থল হিসেবেও ব্যবহৃত হয়৷ সেখানে সাধারণ নাগরিকদের প্রবেশ নিষেধ৷ আকাশেও নিষেধাজ্ঞা রয়েছে৷
পহেলগাঁও হামলার পর হাফিজ সইদের আশেপাশের ৪ কিলোমিটারের মধ্যে সাধারণ মানুষের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। এমনকি ওই এলাকার উপরে ড্রোন ওড়ানোও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গোটা নিরাপত্তার দায়িত্বে রয়েছে পাকিস্তান সেনা, আইএসআই ও লস্করের প্রশিক্ষিত নিরাপত্তাকর্মীরা।
পহেলগাঁও হামলার নেপথ্যে কে? Pakistan protects Hafiz Saeed
২২ এপ্রিল পহেলগাঁও-এর পর্যটন এলাকায় ভয়াবহ হামলায় প্রাণ হারান ২৬ জন সাধারণ মানুষ। হামলার দায় দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF) নামক একটি সংগঠন স্বীকার করলেও, ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির বিশ্বাস, এর মূল পরিকল্পনাকারী হাফিজ সইদ-ই।
উল্লেখ্য, TRF হল লস্কর-ই-তইবা-রই একটি ছদ্ম সংগঠন, যা কাশ্মীরে সক্রিয়। গোয়েন্দা সূত্রের দাবি, হামলার মাস্টারপ্ল্যান লাহোর থেকেই তৈরি হয়েছিল।
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মুক্ত চলাফেরা
হাফিজ সইদ হলেন রাষ্ট্রপুঞ্জ ও আমেরিকার দ্বারা ঘোষিত ‘বিশ্বসন্ত্রাসী’, যার মাথার উপর রয়েছে ১০ মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কার। তবুও পাকিস্তানে তিনি উন্মুক্তভাবে থাকছেন, নিজস্ব নিরাপত্তায় ঘেরা এলাকায় সংগঠন চালাচ্ছেন এবং আইনি কাঠামোর আড়ালে কার্যত মুক্তভাবে চলাফেরা করছেন।
এক্সক্লুসিভ স্যাটেলাইট ফুটেজে ধরা পড়ল লস্কর প্রধানের সাম্রাজ্য
India Today-এর হাতে আসা এক বিশ্ব এক্সক্লুসিভ স্যাটেলাইট ছবি ও ভিডিও ফুটেজে দেখা গিয়েছে তার সুরক্ষিত বাসভবন৷ প্রশিক্ষণকেন্দ্র সদৃশ মসজিদ ও মাদ্রাসা এবং সম্প্রতি তৈরি ব্যক্তিগত পার্ক ও সভাস্থল৷ এই ফুটেজ প্রকাশ্যে আসার পর পাকিস্তানের “জেলে বন্দি” দাবির সত্যতা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।
২০২১ ও ২০২৫—দুটি বিস্ফোরণ, দুটি বার্তা
২০২১ সালে, সইদের বাড়ির কাছে গাড়িবোমা বিস্ফোরণে তিনজন নিহত হন—এর পরেই তার নিরাপত্তা বাড়ানো হয়৷ ২০২৫ সালের মার্চে, তার ঘনিষ্ঠ সহযোগী আবু কাতাল নিহত হলে আরও কড়া নিরাপত্তা বলয় গড়ে ওঠে৷ এবার পহেলগাঁও হামলার পর, সেনা ও আইএসআই যৌথভাবে নিয়ন্ত্রণ করছে তার নিরাপত্তা পরিকল্পনা।
সন্ত্রাস দমনে পাকিস্তানের দ্বিমুখী নীতি?
একদিকে পাকিস্তান দাবি করে, তারা সন্ত্রাসবাদ দমনে আন্তরিক। অন্যদিকে আন্তর্জাতিক সন্ত্রাসীর জন্য সেনা পাহারা ও বিলাসবহুল আবাসন প্রশ্ন তোলে সেই দাবির বিশ্বাসযোগ্যতা নিয়েই।
ভারতের কূটনৈতিক মহল বলছে, “এই ধরনের নিরাপত্তা শুধু হাফিজ সইদকে রক্ষা করছে না, বরং তার কার্যকলাপ চালিয়ে যাওয়ার সুযোগও করে দিচ্ছে।”
World: Pakistan boosts security for Lashkar chief Hafiz Saeed after Pahalgam attack that killed 26. Army, ISI, LeT jointly guard the UN-designated terrorist at his Lahore residence with 24/7 armed security, CCTV, and drone surveillance. His residence is a virtual sub-jail.