রাজ্য সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে দিঘায় সস্ত্রীক দিলীপ, স্বাগত জানালেন মমতা

কলকাতা: রাজ্য সরকারের আমন্ত্রণে সম্মান জানিয়ে দুপুরেই দিঘার জগন্নাথধামের উদ্দেশে রওনা দিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দুপুরেই মন্দিরের দ্বারোদ্ঘাটন…

dilip ghosh visit digha temple

কলকাতা: রাজ্য সরকারের আমন্ত্রণে সম্মান জানিয়ে দুপুরেই দিঘার জগন্নাথধামের উদ্দেশে রওনা দিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দুপুরেই মন্দিরের দ্বারোদ্ঘাটন করেছেন। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মন্দিরে পৌঁছানোর কথা দিলীপের। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী৷

Advertisements

কাঁথিতে পাল্টা কর্মসূচির শুভেন্দুর

মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি বয়কট করে কাঁথিতে পাল্টা কর্মসূচির ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু দিলীপ ঘোষ শুভেন্দুর ‘সনাতনী সমাবেশে’ যোগ না দিয়ে সরাসরি দিঘার উদ্দেশে রওনা হন। কাঁথি পেরিয়ে তিনি সোজা চলে যান দিঘার জগন্নাথধামে।​

   

দিলীপ ঘোষ জানান, “অক্ষয় তৃতীয়ার দিনে শুভ দিন। মন্দির প্রতিষ্ঠা তো হিন্দু জাগরণেরই অংশ।” তিনি আরও বলেন, “ভগবান আমাদের সঙ্গে দেখা করতে সাড়ে তিনশো কিলোমিটার চলে এসেছেন। আমি তাঁর সঙ্গে দেখা করতে দু’শো কিলোমিটার যেতে পারব না!”​

বলেছিলেন সময় পেলে যাবেন  dilip ghosh visit digha temple

মঙ্গলবার রাতে দিলীপ ঘোষ জানিয়েছিলেন যে, বুধবার সময় পেলে তিনি দিঘার জগন্নাথধামে যাবেন। শ্যামপুরে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তিনি দিঘায় যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, ‘‘অক্ষয় তৃতীয়ার দিনে হিন্দু জাগরণের অনেক কর্মসূচি থাকে। মন্দির প্রতিষ্ঠাও তো হিন্দু জাগরণেরই কাজ।’’ তিনি আরও বলেন, ‘‘ভগবান আমাদের সঙ্গে দেখা করার জন্য সাড়ে তিনশো কিলোমিটার চলে এসেছেন। আমি তাঁর সঙ্গে দেখা করার জন্য দুইশো কিলোমিটার যেতে পারব না!’’​

রাজনৈতিক মহলে নানা প্রশ্ন

দিলীপ ঘোষের দিঘায় যাওয়ার সিদ্ধান্ত রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। কাঁথিতে শুভেন্দু অধিকারীর পাল্টা কর্মসূচি বয়কট করে দিলীপ ঘোষ সরাসরি দিঘায় যাওয়াকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখা হচ্ছে। তবে, তিনি নিজেকে ধর্মীয় কর্মসূচির অংশ হিসেবে দেখিয়েছেন।​

Advertisements

দিলীপ ঘোষের দিঘায় যাওয়ার পর, শুভেন্দু অধিকারী তাঁর মন্তব্যে সরাসরি প্রতিক্রিয়া দিতে চাননি। তিনি বলেছেন, ‘‘কে কী করলেন, কে কী বললেন, তা নিয়ে আমি কিছু বলব না। আমি একজনেরই মন্তব্যের বা কার্যকলাপের বা মিথ্যাচারের জবাব দিই। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়।’’​

দিলীপ ঘোষের এই পদক্ষেপ রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এটি বিজেপির রাজ্য নেতৃত্বের মধ্যে সম্পর্কের জটিলতাও প্রকাশ করে। দিলীপ ঘোষের এই পদক্ষেপের রাজনৈতিক তাৎপর্য ভবিষ্যতে আরও স্পষ্ট হবে।

 

West Bengal: Dilip Ghosh heads to Digha Jagannath Temple after Mamata Banerjee’s inauguration, skipping Shuvendu Adhikari’s Kanthi rally. Political speculation rises over his move. Respect for Mamata’s event or challenge to Shuvendu?