‘বাবরি ফের আমরা বানাব, আজান দেবে পাক সেনা!’ হুঁশিয়ারি পাক নেত্রীর

Pakistan Babri Masjid remark ইসলামাবাদ: কাশ্মীরের পাহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৫ জন নিরীহ মানুষের মৃত্যু ভারতজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এই বর্বরোচিত ঘটনার পরই কেন্দ্রীয় সরকার ঘোষণা…

Pakistan Babri Masjid remark

Pakistan Babri Masjid remark

ইসলামাবাদ: কাশ্মীরের পাহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৫ জন নিরীহ মানুষের মৃত্যু ভারতজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এই বর্বরোচিত ঘটনার পরই কেন্দ্রীয় সরকার ঘোষণা করে, সন্ত্রাসবাদ এবং তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে ‘চূড়ান্ত পদক্ষেপ’ নেওয়া হবে। ভারতের স্পষ্ট বার্তা—সন্ত্রাস ও সন্ত্রাসবাদীদের ধ্বংস করতেই হবে। এই আবহে পাকিস্তান থেকে উঠে এল আরও এক বিতর্কিত ও উস্কানিমূলক বক্তব্য, যা দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন করে আগুন লাগাতে পারে।

বিস্ফোরক মন্তব্য PPP নেতার

‘বাবরি মসজিদ পুনর্নির্মাণ শুরু করবে পাকিস্তান সেনা’ — পাক সাংসদ পালওয়াশার দাবি
সম্প্রতি পাকিস্তানের বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি (PPP)-র পাঞ্জাবের সংসদ সদস্য পালওয়াশা মহম্মদ জাই খান এক জনসভায় ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তাঁর দাবি, “বাবরি মসজিদের পুনর্নির্মাণে প্রথম ইট স্থাপন করবে পাকিস্তানের সেনাবাহিনী। প্রথম আজান দেবেন সেনাপ্রধান জেনারেল আসিম মুনির।”

   

এই মন্তব্য শুধু ভারতীয় ধর্মীয় অনুভূতির প্রতি চরম অবমাননাই নয়, বরং দেশের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপের ইঙ্গিত বলেই বিবেচনা করছে কূটনৈতিক মহল।

‘আমরা চুড়ি পরি না’ — সরাসরি হুঁশিয়ারি ভারতের উদ্দেশে Pakistan Babri Masjid remark

পালওয়াশা তাঁর ভাষণে আরও বলেন, “আমরা চুড়ি পরি না। সময় হলে উপযুক্ত জবাব দেব।” এই মন্তব্যে স্পষ্ট যুদ্ধংদেহী মনোভাব, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি কেবলমাত্র ব্যক্তিগত মত নয়, বরং পাকিস্তানের রাজনৈতিক মহলে ভারত-বিরোধী মানসিকতার প্রতিফলন।

সন্ত্রাসবাদী গুরপতবন্ত সিং পান্নুর প্রশংসা, পাকিস্তানের অবস্থান নিয়ে প্রশ্ন

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, পালওয়াশা তাঁর ভাষণে ভারতের সন্ত্রাসবাদী ঘোষিত খালিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নু-র প্রকাশ্যে প্রশংসা করেছেন। তিনি বলেন, “পান্নু একজন সাহসী কণ্ঠস্বর, যিনি নির্ভয়ে কথা বলেন।”

উল্লেখ্য, পান্নু দীর্ঘদিন ধরে ভারত-বিরোধী প্রচারে যুক্ত। তাঁর বিরুদ্ধে UAPA (Unlawful Activities Prevention Act)-এর অধীনে একাধিক মামলা রয়েছে। তিনি শিখ বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের মুখপাত্র এবং ভারতীয় ভূখণ্ডে খালিস্তান প্রতিষ্ঠার ডাক দিয়েছেন৷ ভারতের একাধিক শহরে হিন্দু মন্দির ভাঙা, হুমকি বার্তা, এবং ভারতীয় সংহতির বিরুদ্ধে প্রচারের সঙ্গে যুক্ত এই ব্যক্তি।

পাক রাজনীতিকদের ধারাবাহিক উস্কানি, দিল্লির কূটনীতিকদের কড়া নজর

এই প্রথম নয়, পাকিস্তান থেকে এমন উস্কানিমূলক বক্তব্য এর আগেও এসেছে। একই দলের সভাপতি বিলাওয়াল ভুট্টো জারদারি-ও এর আগেও ভারত-বিরোধী মন্তব্য করেছেন।

Advertisements

এই আবহে পালওয়াশার বক্তব্যকে ভারতীয় কূটনৈতিক মহল ‘স্পষ্ট প্ররোচনা’ ও ‘সাংঘাতিক হুমকি’ বলেই বিবেচনা করছে। যদিও ভারত সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের উস্কানি শুধু সম্পর্ককেই খারাপ করছে না, বরং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্যও বিপজ্জনক।

ভারতের অবস্থান: সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপসহীন লড়াই

পাহেলগাঁও হামলার পর কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে, ভারত আর চুপ করে থাকবে না। “সন্ত্রাসবাদের মূল উৎপাটনই এখন একমাত্র লক্ষ্য”—এমনটাই জানানো হয়েছে শীর্ষ নিরাপত্তা মহল থেকে। সেনাবাহিনী ও গোয়েন্দা বিভাগ দক্ষিণ কাশ্মীরে জঙ্গি ধরতে তল্লাশি অভিযান চালাচ্ছে।

এই পরিস্থিতিতে পাকিস্তান থেকে এমন ধর্মান্ধ মন্তব্য ও সন্ত্রাসবাদীদের সমর্থনে মুখ খোলা নিঃসন্দেহে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে।

পাকিস্তান বারবার ভারতের বিরুদ্ধে কূটনৈতিক ও ধর্মীয় উস্কানি ছড়িয়ে চলেছে—তা আবারও স্পষ্ট করল পালওয়াশার বক্তব্য। ভারতের বিরুদ্ধে খালিস্তানি সন্ত্রাসবাদকে সমর্থন, ধর্মীয় অনুভূতিকে আঘাত এবং যুদ্ধের হুমকি—এই তিনটি উপাদান মিলে বর্তমানে দুই দেশের মধ্যে সম্পর্ক এক অস্থির ও ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছেছে।

ভারত এবার কূটনৈতিক স্তরে কী প্রতিক্রিয়া জানায়, সেটাই এখন নজরে রাখছেন আন্তর্জাতিক মহল।

 

 World: Pakistani MP’s inflammatory Babri Masjid remark sparks outrage in India after Pahalgam attack. Claims Pak army will rebuild mosque. India issues strong warning. MP praises Khalistani terrorist Pannu, raising concerns.