প্রাক্তন পাক প্যারা-কমান্ডো মুসাই পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড! বলছে সূত্র

নয়াদিল্লি: কাশ্মীরের পাহেলগাঁও-এ ২৫ জন পর্যটক এবং এক কাশ্মীরি পনি রাইড অপারেটরের হত্যার ঘটনায় নতুন তথ্য সামনে এল। এই হামলার পেছনে তিনজন সন্ত্রাসবাদীর হাত ছিল।…

hashim musa is mastermind of pahalgam attack

নয়াদিল্লি: কাশ্মীরের পাহেলগাঁও-এ ২৫ জন পর্যটক এবং এক কাশ্মীরি পনি রাইড অপারেটরের হত্যার ঘটনায় নতুন তথ্য সামনে এল। এই হামলার পেছনে তিনজন সন্ত্রাসবাদীর হাত ছিল। নিরাপত্তা সংস্থাগুলি তাদের মধ্যে দুটি নাম চিহ্নিত করেছে — লস্কর-ই-তাইবার প্রধান হাফিজ সাঈদ এবং তার ডেপুটি সাইফুল্লাহ কাসুরী। এই দুজনই বর্তমানে পাকিস্তানে রয়েছে।

হাশিম মুসাকে এখনো নিখোঁজ

তবে, হামলার মূল সন্দেহভাজন তৃতীয় সন্ত্রাসবাদী হাশিম মুসাকে এখনো পাওয়া যায়নি। দক্ষিণ কাশ্মীরের কোনো এক জঙ্গলে সে আত্মগোপন করে রয়েছে বলেই গোয়েন্দা বিভাগের অনুমান। নিরাপত্তা বাহিনী তার সন্ধানে বড় ধরনের অভিযান শুরু করেছে।

   

হাশিম মুসার পাকিস্তানের ‘স্পেশাল সার্ভিস গ্রুপ’-এ প্যারা-কমান্ডো হিসেবে যোগ দেওয়ার ইতিহাস রয়েছে। পরবর্তীতে, লস্কর-ই-তাইবায় যোগ দেয় এবং একাধিক ভয়াবহ হামলায় অংশগ্রহণ করে। ২০২৩ সালে ভারতে প্রবেশের পর থেকে কাশ্মীরের বিভিন্ন হামলায় জড়িত ছিল সে।

মুসা আসিফ ফৌজি নামেই পরিচিত hashim musa is mastermind of pahalgam attack

হাশিম মুসা আসিফ ফৌজি নামেই পরিচিত ছিল। এই প্যারা-কম্যান্ডোদের অত্যন্ত কঠিন ট্রেনিং দেওয়া হয় এবং এরা আনকনভেনশনাল ওয়ারফেয়ার ও কোভার্ট অপারেশনে অত্যন্ত দক্ষ হয়। পাশাপাশি এই কমান্ডোরা অত্যাধুনিক অস্ত্রশস্ত্র চালানো এবং হ্যান্ড টু হ্যান্ড কমব্যাটেও প্রশিক্ষণ নিয়ে থাকে। সূত্রের খবর, পহেলগাঁও-এ হামলার আগে এই জঙ্গিরা ‘কোড নেম’ ব্যবহার করেছিল। মুসা, ইউনুস এবং আসিফ নাম নিয়েই তারা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখত। 

গত অক্টোবর মাসে গন্ধারবাল জেলায় হামলায় ৭ জন প্রাণ হারান। এছাড়া, বারামুল্লায় এক হামলায় ৪ জন নিরাপত্তাকর্মী নিহত হন। নিরাপত্তা সংস্থাগুলি জানিয়েছে, হাশিম মুসা এখন পর্যন্ত মোট ৬টি হামলায় অংশগ্রহণ করেছে।

Advertisements

মুসা ছিল হামলার মূল ষড়যন্ত্রী

পাহেলগাঁও হামলার তদন্তে জানা গিয়েছে, হাশিম মুসা ছিল হামলার মূল ষড়যন্ত্রী। এ ছাড়া, আদিল ঠোকর এবং আসিফ শেখ নামের আরও দুজন এই সন্ত্রাসবাদী হামলায় জড়িত ছিল। পুলিশ তাদের ধরতে ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। 

পাহেলগাঁও হামলা ভারতের পাকিস্তানের সঙ্গে সম্পর্কের পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। ভারত সরকার ইতিমধ্যে পাকিস্তানের সঙ্গে ইন্দাস জলচুক্তি স্থগিত করেছে এবং পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা সেবা বন্ধ করে দিয়েছে। পাকিস্তানও হুমকি দিয়েছে যে, তারা সিমলা চুক্তি বাতিল করতে পারে, যা কন্ট্রোল লাইনের বৈধতা নিশ্চিত করে।

Bharat: New details emerge in Pahalgam tourist killings: 3 terrorists involved, including Lashkar chief Hafiz Saeed and Saifullah Kasuri (in Pakistan). Hunt for third suspect, Hashim Musa, intensifies. He has a history with LeT and multiple attacks.