কলকাতা: দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনেই (৩০ এপ্রিল, বুধবার) পূর্ব মেদিনীপুরের কাঁথিতে ‘সনাতনী হিন্দু সম্মেলন’-এর আয়োজনের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। এই কর্মসূচিতে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সর্বোচ্চ ৩,০০০ জনের জমায়েতে অনুমতি
তবে আদালতের পক্ষ থেকে সভায় সর্বোচ্চ ৩,০০০ জনের জমায়েতের অনুমতি দেওয়া হয়েছে। সংখ্যার বেশি লোক জমায়েত হলে তা আইন লঙ্ঘনের পর্যায়ে পড়বে বলেই স্পষ্ট জানিয়ে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
সোমবার বিচারপতি ঘোষের এজলাসে মামলাটির দীর্ঘ শুনানি হলেও কোনও রায় হয়নি। মঙ্গলবার পুনরায় শুনানি শেষে সীমিত সংখ্যক লোকসমাগমের শর্তে সভার অনুমতি দেয় হাই কোর্ট।
দুই কর্মসূচির তারিখ এক হওয়া নিয়ে দ্বন্দ্ব hc allows subhendu adhikari
৩০ এপ্রিল দিঘায় রয়েছে বহু প্রতীক্ষিত জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে মুখ্যমন্ত্রীর উপস্থিতি সহ বিভিন্ন ‘ভিভিআইপি’ অতিথির আগমন নির্ধারিত। রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে জানানো হয়, ওই দিন পুলিশ বাহিনী অধিকাংশটাই দিঘায় ব্যস্ত থাকবে নিরাপত্তার কারণে। ফলে একই দিনে কাঁথিতে বড় জমায়েত হলে আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন হবে।
এই যুক্তি দেখিয়ে রাজ্য প্রশাসন অনুষ্ঠানটি অন্যদিন করার প্রস্তাব দেয়। তবে মামলাকারী পক্ষের আইনজীবী জানান, কাঁথি এবং দিঘার মধ্যে যথেষ্ট দূরত্ব রয়েছে এবং শান্তিপূর্ণভাবে এই সম্মেলন আয়োজন সম্ভব। এই যুক্তিকে বিবেচনা করেই আদালত সম্মেলনের অনুমতি দেয়।
শুভেন্দুর সভা নিয়ে আগে থেকেই টানাপোড়েন
কাঁথির এই ‘সনাতনী হিন্দু সম্মেলন’-এর আয়োজন করছে এক হিন্দুত্ববাদী সংগঠন। যদিও শুভেন্দু অধিকারী সরাসরি উদ্যোক্তা নন, তবু তিনি অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে থাকছেন। অনুমতির ঘাটতি ও পুলিশের আপত্তির বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে আয়োজক সংগঠন।
পূর্ব নির্ধারিত প্রশাসনিক ব্যস্ততা থাকা সত্ত্বেও, হাইকোর্ট এই মামলায় নিরপেক্ষ অবস্থান নিয়ে সীমিত জনসমাগমের মধ্যে সভার অনুমতি দিল, তবে তা শান্তিপূর্ণ হতে হবে এবং আইনশৃঙ্খলা যেন বিঘ্নিত না হয়, সে বিষয়েও সাফ সতর্কতা দিয়েছে আদালত।
West Bengal: Calcutta High Court allows ‘Sanatani Hindu Sammelan’ in Kanthi on Digha Jagannath temple opening day (April 30th). Suvendu Adhikari to speak. Max 3000 attendees permitted.