ইসলামাবাদ: পাহেলগাঁও হামলার জেরে ভারতের সম্ভাব্য পাল্টা প্রত্যাঘাতের আতঙ্কে ঘুম উড়েছে ইসলামাবাদের। গোয়েন্দা সূত্র বলছে, সীমান্তে নজরদারি বাড়াতে সিয়ালকট-সহ একাধিক ফরোয়ার্ড পোস্টে রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট মোতায়েন করছে পাকিস্তান সেনা। এদিকে, পাক সেনার আচরণে বোঝাই যাচ্ছে—যেকোনও মুহূর্তে ‘কিছু’ ঘটতে পারে, আর তারা প্রস্তুত নয়।
সম্প্রতি চোর ক্যান্টনমেন্ট এলাকায় (সীমান্ত থেকে মাত্র ৫৮ কিমি দূরে) মোতায়েন হয়েছে TPS-77 মাল্টি-রোল রাডার সিস্টেম—যা সাধারণত যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্যবহার করা হয় শত্রুপক্ষের এয়ারস্ট্রাইক বা নড়াচড়া ধরতে।
সামনে আবারও চেনা চাল
যুদ্ধবিরতি লঙ্ঘন। কুপওয়ারা, বারামুলা, আখনুর—এলওসি-র বিভিন্ন সেক্টরে টানা পাঁচ দিন ধরে বিনা উসকানিতে গুলি ছুঁড়েছে পাকিস্তান। পালটা জবাব দিয়েছে ভারতীয় সেনাও।
‘সেনা স্ট্রাইক হতে চলেছে’, মুখ খুললেন পাক প্রতিরক্ষামন্ত্রী India retaliation fear Pakistan
২২ এপ্রিল ‘মিনি সুইজারল্যান্ড’ নামে খ্যাত বৈসরন উপত্যকায় পর্যটকদের উপর ভয়াবহ হামলা চালায় পাকিস্তান-সমর্থিত জঙ্গিরা। মৃত্যু হয় ২৬ জনের। দায় নেয় লস্কর-এর শাখা সংগঠন TRF (The Resistance Front)। ঘটনায় গোটা দেশ স্তব্ধ হলেও প্রধানমন্ত্রী মোদীর প্রতিক্রিয়া ছিল কঠোর ও স্পষ্ট—”প্রত্যেক জঙ্গি ও তাদের মদতদাতাদের শাস্তি হবেই।”
এই মন্তব্যের পরই চাপে পড়ে পাকিস্তান। একদিকে ভারত করছে সামরিক মহড়া ‘আক্রমণ’ (Exercise Aakraman), যেখানে অংশ নেয় রাফাল-সহ আধুনিক ফাইটার জেট ও নৌসেনার টিম৷ অন্যদিকে পাকিস্তান দ্রুত সরিয়ে ফেলছে PAF-এর যুদ্ধবিমান৷ করাচি থেকে লাহোর-রাওয়ালপিন্ডির ঘাঁটিতে নিয়ে আসা হয়েছে। ফ্লাইটরাডার২৪-এর তথ্য বলছে, পরিস্থিতি মোটেই স্বাভাবিক নয়।
সোমবার পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সরাসরি বলেন, “ভারতের সামরিক স্ট্রাইক এখন সময়ের অপেক্ষা। আমরা প্রস্তুতি নিচ্ছি। তবে অস্তিত্ব বিপন্ন না হলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রশ্নই নেই।”
PoK-তে জঙ্গিদের সুরক্ষায় ব্যস্ত পাকিস্তান সেনা
গোয়েন্দা রিপোর্ট জানাচ্ছে, ভারতীয় সেনার প্রতিশোধাত্মক অভিযানের আগাম আঁচ পেয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গি লঞ্চপ্যাড খালি করা হচ্ছে। জঙ্গিদের স্থানান্তর করা হচ্ছে সেনা ঘাঁটি ও বাঙ্কারে।
পুলওয়ামার পর বালাকোট, আর এবার? পাহেলগামের মতো জনপ্রিয় পর্যটনস্থলে হামলার পর ভারতের জবাব আসবে—এ নিয়ে সংশয় নেই ইসলামাবাদের। প্রশ্ন শুধু কখন, কীভাবে।
World: Pakistan deploys radar on border amid fears of Indian retaliation after Pahalgam attack. Intelligence reports heightened security measures. Tensions rise as India conducts military drills.