কাশ্মীরে ফের জঙ্গি হানার আশঙ্কা, তালা ঝুলল ৪৮টি পর্যটন কেন্দ্রে

শ্রীনগর: পাহেলগাঁও হামলার রক্তাক্ত ছায়া এখনও তাজা কাশ্মীরের জনজীবনে। এরই মধ্যে আরও বড় জঙ্গি হামলার আশঙ্কায় উপত্যকাজুড়ে জারি হল হাই অ্যালার্ট। গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে…

Jammu Kashmir Terror Threat

শ্রীনগর: পাহেলগাঁও হামলার রক্তাক্ত ছায়া এখনও তাজা কাশ্মীরের জনজীবনে। এরই মধ্যে আরও বড় জঙ্গি হামলার আশঙ্কায় উপত্যকাজুড়ে জারি হল হাই অ্যালার্ট। গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জম্মু ও কাশ্মীর সরকার রাজ্যের ৮৭টি পর্যটন কেন্দ্রের মধ্যে ৪৮টি অস্থায়ীভাবে বন্ধ করে দিল রাজ্য সরকার৷  (Jammu Kashmir Terror Threat)

২৬ জন পর্যটকের মৃত্যু

 গত ২২ এপ্রিল সবুজে ঘেরে পাহেলগাঁও-এর বৈসরন উপত্যকা রক্তাক্ত হয় জঙ্গিদের গুলিতে৷ নেপথ্যে পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন৷ জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় ২৬ জন নিরপরাধ পর্যটকের৷ যাঁদের অধিকাংশই ছিলেন হিন্দু। এই ঘটনার পর থেকেই উপত্যকায় আতঙ্ক ছড়ায়, শুরু হয় পর্যটকদের সরানোর কাজ। তবে ধীরে ধীরে ফের পর্যটকেরা ফিরছিলেন কাশ্মীরে—ঠিক সেই সময়েই আবার হামলার আশঙ্কা।

   

বেশ কয়েকটি ‘স্লিপার সেল’ সক্রিয় Jammu Kashmir Terror Threat

গোয়েন্দা রিপোর্ট বলছে, ওই হামলার পর উপত্যকার বেশ কয়েকটি ‘স্লিপার সেল’কে সক্রিয় করা হয়েছে এবং তাদের ‘অপারেশন’-এ নামার নির্দেশও দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সক্রিয় জঙ্গিদের বাড়ি ভেঙে ফেলার পাল্টা প্রতিশোধ হিসেবে পরিকল্পনা করা হচ্ছে আরও বড়, ‘high-impact’ হামলা এবং লক্ষ্য স্থির করে হত্যা (targeted killing)-র।

এই পরিস্থিতিতে প্রশাসন কোনও ঝুঁকি নিতে নারাজ। নিরাপত্তা বাড়ানো হয়েছে উপত্যকার একাধিক পর্যটন এলাকায়। গুলমার্গ, সোনমার্গ ও ডাল লেকের মতো জনপ্রিয় পর্যটনস্থলে মোতায়েন করা হয়েছে জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের অ্যান্টি-ফিদায়িন ইউনিট।

পর্যটনে ধাক্কা

পর্যটন শিল্প যখন ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, তখন এই সতর্কতা নতুন করে এক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াল। সরকারি সূত্রে জানানো হয়েছে, পরিস্থিতি পর্যালোচনার পর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। তবে আপাতত ৪৮টি পর্যটন কেন্দ্র বন্ধ থাকছে সাধারণের জন্য।

রাজ্যবাসী ও পর্যটকদের উদ্দেশে প্রশাসনের বার্তা, নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা মেনে চলা বাধ্যতামূলক। উপত্যকার পরিস্থিতির উপর কড়া নজর রাখছে কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়েই।

 

Bharat: New terror threat in Jammu & Kashmir prompts security crackdown. 48 out of 87 tourist spots temporarily closed following intelligence warnings of potential attacks. State administration takes major precautionary steps.