কলকাতা: বৈশাখের দাহজ্বালা কাটিয়ে রাজ্যে নামল স্বস্তির বৃষ্টি। গরমের দাবদাহে হাঁসফাঁস করা বাংলায় নতুন করে পরশ বুলাল মনোরম ঠান্ডা হাওয়া। বৈশাখের মাঝামাঝি এসেই একলপ্তে বদলে গেল আবহাওয়ার রূপ। রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এমনকি জারি হয়েছে ‘অরেঞ্জ অ্যালার্ট’।
দক্ষিণে অরেঞ্জ অ্যালার্ট
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার অর্থাৎ আজ রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই ৬০ থেকে ৭০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও প্রবল।
দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়েছে টানা বৃষ্টি। পূর্বাভাস বলছে, গোটা সপ্তাহ জুড়েই চলবে এই বিক্ষিপ্ত বৃষ্টিপাত। আপাতত তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই বলেই আশার কথা শোনাচ্ছে মৌসম ভবন। আগামী সাতদিন কোথাও কোনও তাপপ্রবাহ দেখা দেবে না বলে জানানো হয়েছে। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন রাজ্যবাসী।
দক্ষিণে বইবে ঝোড়ো হাওয়া Rain in Bengal after heatwave
আজ মঙ্গলবার কলকাতা সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি এইসব এলাকায় ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে।
উত্তরেও বৃষ্টি
উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদা জেলাতেও হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি। বাতাসে আর্দ্রতার পরিমাণও থাকবে তুলনামূলকভাবে কম। দিনভর আকাশ থাকবে মেঘলা, সঙ্গে মাঝেমধ্যেই ঝরতে পারে বৃষ্টি।
West Bengal: Relief from scorching heat in Bengal! Welcome rains and thunderstorms bring respite. Orange alert issued for strong winds & lightning across districts. Get the latest weather forecast for Kolkata & other regions.