India objects BBC reporting
নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার প্রতিবেদনে “সন্ত্রাসবাদী” বা ‘terrorist’ শব্দের বদলে “মিলিট্যান্ট” শব্দ ব্যবহারে বিবিসি ইন্ডিয়ার বিরুদ্ধে আপত্তি জানিয়েছে ভারত সরকার। বিবিসি ইন্ডিয়ার প্রধান জ্যাকি মার্টিনকে এ নিয়ে চিঠি পাঠানো হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্রে খবর। পাশাপাশি, বিদেশ মন্ত্রকের XP ডিভিশন এখন থেকে বিবিসির রিপোর্টিং মনিটর করবে।
পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল বন্ধ
সন্ত্রাসবাদ নিয়ে উস্কানিমূলক ও মিথ্যা প্রচার চালানোর অভিযোগে ভারত সরকার ইতিমধ্যেই পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে। এই তালিকায় রয়েছে: ARY News, Dawn News, SAMAA TV, Geo News, GNN, BOL News এবং অন্যান্য। অভিযোগ, এই চ্যানেলগুলো ভারত, তার সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে মিথ্যা ও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো কনটেন্ট প্রচার করছিল।
পহেলগাঁও হামলা: ভয়াবহ পরিণতি India objects BBC reporting
২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া এই সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। ২০০৮ সালের মুম্বই হামলার পর এটিই ভারতে সবচেয়ে বড় বেসামরিক প্রাণহানির ঘটনা।
ভারতের কঠোর জবাব
হামলার পরের দিন ভারতের বিদশ সচিব বিক্রম মিস্রি জানান, CCS (ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি) এই ঘটনার তীব্র নিন্দা করেছে এবং নিহতদের পরিবারের প্রতি গভীর শোকপ্রকাশ করেছে। একইসঙ্গে, ভারত সরকার সিন্ধু জলচুক্তি স্থগিত করে, অটারি সীমান্ত বন্ধ করে দেয় ও আরও কিছু কূটনৈতিক পদক্ষেপ করে।
পাকিস্তানের পাল্টা প্রতিক্রিয়া
ভারতের পদক্ষেপের জবাবে পাকিস্তান সিমলা চুক্তিসহ সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করেছে, ভারতের এয়ারলাইনের জন্য আকাশসীমা বন্ধ করেছে এবং SAARC ভিসা বাতিল করেছে। ওয়াঘা সীমান্তও বন্ধ করে দেওয়া হয়েছে, এবং ভারতীয় হাই কমিশনের সামরিক উপদেষ্টাদের চলে যেতে বলা হয়েছে।
Bharat: India objects to BBC India using “militant” instead of “terrorist” for the Pahalgam attack, sends letter to chief. MEA to monitor BBC reporting. India also bans 16 Pakistani YouTube channels (including ARY, Dawn, Geo) for anti-India propaganda after the deadly attack that killed 26 civilians.