কাজে এল না লড়াই! টাইব্রেকারে জামশেদপুরের কাছে হার নর্থইস্টের

হাড্ডাহাড্ডি লড়াই করে ও এল না জয়। নির্ধারিত নব্বই মিনিটের শেষে অমীমাংসিত ফলাফল বজায় থাকার পর টাইব্রেকারে জামশেদপুর এফসির (Jamshedpur FC) কাছে পরাজিত হল নর্থইস্ট…

Jamshedpur FC NorthEast United

হাড্ডাহাড্ডি লড়াই করে ও এল না জয়। নির্ধারিত নব্বই মিনিটের শেষে অমীমাংসিত ফলাফল বজায় থাকার পর টাইব্রেকারে জামশেদপুর এফসির (Jamshedpur FC) কাছে পরাজিত হল নর্থইস্ট ইউনাইটেড। শেষ পর্যন্ত ৪-৫ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিল খালিদ জামিলের ছেলেরা। এবার সেমিফাইনালের লড়াই। কলিঙ্গ সুপার কাপের সেমিফাইনালে এবার পেট্রো ক্র্যাটকির শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিপক্ষে খেলতে নামবে স্টিফেন এজেরা। এখন সেদিকেই নজর থাকবে দেশের সকল ফুটবল প্রেমীদের। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে দলের এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে সকল ফুটবলারদের।

Also Read | আইএফএফ সিদ্ধান্তে স্থগিতাদেশে ইন্টারকাশির লড়াইয়ে নয়া মোড়

   

বলাবাহুল্য, এদিন ম্যাচের শুরু থেকেই যথেষ্ট আক্রমণাত্মক নিয়ে মেজাজে দেখা গিয়েছিল নর্থইস্ট ইউনাইটেডের খেলোয়াড়দের। কিন্তু গোলের মুখ খোলা সম্ভব হয়নি তাঁদের পক্ষে। সময় এগোনোর সাথে সাথেই ম্যাচের দখল নিতে শুরু করে জাভিয়ের সিভেরিও টোরোরা। মাঝ মাঠ থেকে আক্রমণ সংগঠিত করে বেশ কয়েকবার প্রতিপক্ষের রক্ষণভাগে হানা দিয়েছিল দেশের ইস্পাত নগরীর এই ফুটবল দল কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অমীমাংসিত ফলাফলে প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে ও গোলের বেশ কিছু সুযোগ এসেছিল উভয় দলের কাছে। কিন্তু শেষ পর্যন্ত ফিনিশ করা সম্ভব হয়নি কোনও ফুটবলারের পক্ষে।

Also Read | হায়দরাবাদ টেক্কা! রায়নার দিকে নজর আইএসএলের একাধিক ক্লাবের

নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময় পর্যন্ত অমীমাংসিত ম্যাচ থাকায় স্বাভাবিকভাবেই খেলা চলে যায় সাডেন ডেথে‌। সেখানেই বাজিমাত করে জামশেদপুর। ৫-৪ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় জামশেদপুর এফসি। যারফলে ইন্ডিয়ান সুপার লিগের পর এবারের কলিঙ্গ সুপার কাপে ও একই পুনরাবৃত্তি ঘটালো এই ফুটবল ক্লাব। তবে নিয়ম অনুযায়ী টাইব্রেকারে ম্যাচ গেলে ও ৩-৩ গোলের অমীমাংসিত ফলাফল স্বাভাবিকভাবেই সাডেন ডেথে‌ এনে দেয় ম্যাচ। সময় যত এগিয়েছে ততই জমজমাট হয়েছে এই ফুটবল ম্যাচ। যেখানে প্রথম শট পর্যন্ত ৪-৪ গোল থাকলেও পরবর্তী শট বদলে দেয় সমস্ত কিছু।

সেখানে জামশেদপুর দলের ফুটবলার বল জালে জড়াতে সমর্থ থাকলেও কাজের কাজ করতে পারেনি নর্থইস্ট। স্বাভাবিকভাবেই দল চলে যায় সেমিফাইনালে। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৩০ শে এপ্রিল পেট্র ক্র্যাটকির শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিপক্ষে হাইভোল্টেজ সেমিফাইনাল খেলবে জামশেদপুর এফসি।