গত বছরের মতো এবারের মরসুমে ও খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC)। আইএসএল জয়ী স্কটিশ কোচ ওয়েন কোয়েলের উপর ভরসা রেখে এবারের শক্তিশালী দল সাজিয়ে ছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। কোনর শিল্ডসের পাশাপাশি লুকাস বামব্রিলাদের মতো ফুটবলারদের যুক্ত করা হয়েছিল দলের সঙ্গে। কিন্তু খুব একটা ইতিবাচক ফল পায়নি আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। তবে শুরুটা খুব একটা খারাপ ছিল না ফারুক চৌধুরীদের। জয় দিয়েই দেশের প্রথম ডিভিশনের ফুটবল লিগ তথা আইএসএল শুরু করেছিল চেন্নাইয়িন এফসি।
Also Read | সুপার কাপে লজ্জাজনক হার! কঠোর পদক্ষেপ নেওয়ার পথে কেরালা
সেই নিয়ে সমর্থকরা কিছুটা খুশি হলে ও দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খেতে হয়েছিল দক্ষিণের এই ফুটবল ক্লাবকে। পরাজিত হতে হয়েছিল কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে। মাঝে নর্থইস্ট ইউনাইটেডের পাশাপাশি জামশেদপুর এফসির মতো শক্তিশালী দলকে পরাজিত করলেও বেশিদিন বজায় থাকেনি সেই জয়ের ধারা। ধাক্কা খেতে হয়েছিল বারংবার। স্বাভাবিকভাবেই তার প্রভাব পড়েছিল দলের পয়েন্ট টেবিলে। একাধিক ম্যাচে পয়েন্ট নষ্ট করার সুবাদে ইন্ডিয়ান সুপার লিগের তালিকায় অনেকটাই নেমে আসতে হয়েছিল এই ফুটবল দলকে।
Also Read | সবুজ-মেরুন জার্সিতে মধুর প্রতিশোধ সালাউদ্দিনের
এই বছরের শুরু থেকে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি। তবে পরবর্তীতে ফেব্রুয়ারি মাসে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গলকে পরাজিত করে দল জয়ের মুখ দেখলে ও সুপার সিক্সের লড়াইয়ে ফিরে আসার জন্য সেটা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের এগারো নম্বরে থেকেই অভিযান শেষ করতে হয়েছিল চেন্নাইয়িন এফসিকে। সেই হতাশা কাটিয়ে এবারের কলিঙ্গ সুপার কাপ থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। পেট্র ক্র্যাটকির শক্তিশালী মুম্বাই সিটি এফসির কাছে পরাজিত হয়ে টুর্নামেন্টের শুরুতেই ছিটকে যায় অভিষেক বচ্চনের ফুটবল ক্লাব।
Also Read | কেরালা বধ করে সুপার কাপের সেমিতে মোহনবাগান
দলের এমন পারফরম্যান্স নিঃসন্দেহে চিন্তায় রাখছে সকলকে। বিশেষ সূত্র মারফত খবর, ওয়েন কোয়েলকে আগামী মরসুমে আর হয়তো দলের দায়িত্ব রাখতে চাইছে না ম্যানেজমেন্ট। হিসাব অনুযায়ী দেখলে আগামী বছরের মে মাস পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি রয়েছে ভারতের এই ফুটবল ক্লাবের। তবে এক্ষেত্রে আদৌও তা কতটা বজায় থাকে সেটাই দেখার। মনে করা হচ্ছে আগামী মরসুমে হয়তো এক স্প্যানিশ কোচকে দলের দায়িত্ব তুলে দিতে পারে চেন্নাইয়িন।