পারমাণবিক আলোচনার মাঝেই শক্তিশালী বিস্ফোরণ ইরান, আহত ৫০০-রও বেশি

ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বন্দার আব্বাসে অবস্থিত শাহিদ রাজায়ী বন্দরে শক্তিশালী বিস্ফোরণ৷ কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায়…

Iran Port Explosion

ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বন্দার আব্বাসে অবস্থিত শাহিদ রাজায়ী বন্দরে শক্তিশালী বিস্ফোরণ৷ কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় অন্তত ৫১৬ জন জখম হয়েছেন। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিস্ফোরণের কারণ নিয়ে ধোঁয়াশা

বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, বন্দরে রাখা কিছু কনটেইনারে থাকা দাহ্য পদার্থ থেকেই এই বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বহু অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে। বেশ কিছু দূরের এলাকার ভবনের জানালার কাচ ভেঙে পড়ার ঘটনাও ঘটেছে।

   

একাধিক ভিডিও ভাইরাল Iran Port Explosion

ঘটনার সময়কার একাধিক ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সেগুলিতে দেখা যাচ্ছে, বিস্ফোরণের পর আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে, ভবন ও যানবাহনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং স্থানীয় মানুষজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন।

ইরানের জাতীয় পেট্রোলিয়াম শোধন ও বণ্টন সংস্থা (NIPRDC) এক বিবৃতিতে জানিয়েছে, এই বিস্ফোরণের সঙ্গে তেল পরিশোধনাগার, জ্বালানি ট্যাঙ্ক বা পাইপলাইনের কোনও সংযোগ নেই। তেল সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক রয়েছে।

শাহিদ রাজায়ী বন্দর ইরানের একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র। প্রতি বছর প্রায় ৮ কোটি টন পণ্য এখানে ওঠানামা করে। এখান থেকেই দেশের প্রায় ২০ শতাংশ তেল রপ্তানি হয়ে থাকে।

পরমাণু চুক্তি নিয়ে আলোচনার মাঝেই বিস্ফোরণ

ঘটনাচক্রে, বিস্ফোরণটি এমন এক সময়ে ঘটল, যখন ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে তৃতীয় দফার আলোচনা চলছে। আলোচনায় অংশ নিচ্ছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ।

ইজরায়েলি সংবাদমাধ্যম The Jerusalem Post দাবি করেছে, বিস্ফোরণস্থলের কাছেই রয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)-এর একটি নৌঘাঁটি। যদিও ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই বিস্ফোরণের সঙ্গে তাদের কোনও সম্পৃক্ততা সরাসরি অস্বীকার করেছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকারী ও দমকল বাহিনী দ্রুততার সঙ্গে কাজ করছে। আশঙ্কাজনক আহতদের উন্নত চিকিৎসার জন্য তেহরানসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

 

World: Powerful explosion rocks Shahid Rajaee Port in Bandar Abbas, Iran. Over 500 injured, toll may rise. Cause unclear, possibly flammable containers. Black smoke & widespread damage reported.