পহেলগাঁওতে কী ঘটেছিল? সত্য জানতে বিতান-সমীরের বাড়িতে এনআইএ

কলকাতা: ভূস্বর্গ কাশ্মীরের পহেলগাঁওয় রয়েছে বৈসরন উপত্যকা। যেখানে পর্যটকরা প্রকৃতির কোলে প্রশান্তি খুঁজে পান৷ সেই শান্ত পাহাড়-নদীর মাঝেই গত ২২ এপ্রিল বয়ে গিয়েছিল মৃত্যুর ঝড়।…

NIA investigation Pahalgam attack

কলকাতা: ভূস্বর্গ কাশ্মীরের পহেলগাঁওয় রয়েছে বৈসরন উপত্যকা। যেখানে পর্যটকরা প্রকৃতির কোলে প্রশান্তি খুঁজে পান৷ সেই শান্ত পাহাড়-নদীর মাঝেই গত ২২ এপ্রিল বয়ে গিয়েছিল মৃত্যুর ঝড়। চারদিক থেকে ভেসে আসে গুলির শব্দ৷ চারদিক গ্রাস করে আতঙ্ক৷ কয়েক মুহূর্তেই রক্তে ভেসে যায় ছবির মতো সুন্দর সেই উপত্যকা। ২৬ জন নিরীহ পর্যটক প্রাণ হারান জঙ্গি হামলায়। তাঁদের মধ্যে ছিলেন বাংলার তিন সন্তান — সমীর গুহ, বিতান অধিকারী এবং মণীশরঞ্জন মিশ্র।

চার সশস্ত্র জঙ্গির তাণ্ডব

সেদিন বৈসরনের ঘন সবুজের মাঝে লুকিয়ে ছিল চার সশস্ত্র জঙ্গি। গাছের আড়ালে লুকিয়ে হঠাৎই শুরু করে গুলিবৃষ্টি। প্রত্যক্ষদর্শীদের একাংশ বলছেন, জঙ্গিরা পর্যটকদের ধর্মপরিচয় জেনে তবেই গুলি চালিয়েছিল। আবার অনেকে বলছেন, ধর্মপরিচয় জানতে চায়নি জঙ্গিরা। তবে বাস্তব এই — নিহতদের মধ্যে ২৫ জনই হিন্দু। এই তথ্যেই স্পষ্ট ইঙ্গিত মেলে হামলার উদ্দেশ্য নিয়ে। আর সেই কারণেই গোটা দেশ জুড়ে ক্ষোভ, শোক আর প্রশ্নের ঢেউ।

   

এই হামলার পর পরই তৎপর হয় কেন্দ্র। তদন্তভার দেওয়া হয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)-কে। সেই তদন্তের অংশ হিসেবে শনিবার কলকাতায় পৌঁছে যান এনআইএ-র একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম। প্রথমে বেহালার সখের বাজারে নিহত কেন্দ্রীয় সরকারি কর্মচারী সমীর গুহর বাড়ি যান আধিকারিকরা। তাঁর স্ত্রী ও মেয়ের কাছ থেকে শোনেন সেই ভয়াবহ দিনের স্মৃতি।

তদন্তে এনআইএ  NIA investigation Pahalgam attack

এরপর তাঁরা যান বৈষ্ণবঘাটার বিতান অধিকারীর বাড়ি। বিতানবাবু যেদিন প্রাণ হারান, সেই সময় তাঁর পাশে ছিলেন স্ত্রী সোহিনী অধিকারী। ভয় আর বেদনার মধ্যে দিয়েই তিনি জানিয়ে দেন সবকিছু — কীভাবে স্বপ্নের সফর মৃত্যু যাত্রায় বদলে গেল, কীভাবে স্বামীকে চোখের সামনে হারালেন।

সূত্র বলছে, একইভাবে পুরুলিয়ার ঝালদা-তেও পৌঁছনোর কথা রয়েছে এনআইএ-র। সেখানে নিহত মণীশরঞ্জন মিশ্রর পরিবারকেও জিজ্ঞাসাবাদ করা হবে। শুধু পশ্চিমবঙ্গ নয়, একইভাবে পুণের বাসিন্দা সন্তোষ জগদলের বাড়িতেও গিয়েছেন এনআইএ আধিকারিকরা। তাঁর স্ত্রী ও মেয়ের কাছ থেকেও নেওয়া হয়েছে ঘটনার বিবরণ। উল্লেখ্য, পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় জম্মু-কাশ্মীরের পুলিশকে সাহায্য করছে এনআইএ টিম। গোটা দেশজুড়ে কেন্দ্রীয় এজেন্সির দল যে-যে পর্যটকদের মৃত্যু হয়েছে তাঁদের বাড়িতে পৌঁছেছে। 

এই হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের এই বর্বরতায় আমেরিকা, রাশিয়া-সহ বহু দেশ উদ্বেগ প্রকাশ করেছে। শুধু উদ্বেগ নয়, আন্তর্জাতিক মহলে আবারও প্রশ্ন উঠেছে পাকিস্তানের জঙ্গি-যোগ এবং সে দেশের ভূমিকাকে ঘিরে।

প্রতিবেদ লন্ডনেও

এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখা গিছে লন্ডনেও। পাকিস্তান হাইকমিশনের সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলেন ভারতীয় এবং ইহুদি সম্প্রদায়ের মানুষজন। সেই সময় পাক সেনা কর্নেল তৈমুর রাহাত যেভাবে ভারতীয়দের দিকে তাকিয়ে গলা কাটার অঙ্গভঙ্গি করেন, তা শুধু অশালীনই নয় — একেবারে কূটনৈতিক শিষ্টাচারকে চ্যালেঞ্জ জানানো। সেই ভিডিও এখন ভাইরাল, এবং পাক সেনার এই আচরণ আন্তর্জাতিক মঞ্চে আরও বিতর্কের জন্ম দিয়েছে।

এই প্রতিবাদীরা বলছেন, তাঁরা ভারতকে সমর্থন করছেন কারণ সন্ত্রাসবাদের শিকার সব জাতি, সব ধর্ম। “আমাদের শত্রু এক — ইসলামিক উগ্রবাদ,” জানিয়েছেন একজন ইহুদি প্রতিবাদকারী।

 West Bengal: Pahalgam terror attack kills 26 tourists, including 3 from Bengal. NIA investigates, visits victims’ families in Kolkata. Details of the horrific attack in Baisaran Valley.