কলকাতা: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। অক্ষয় তৃতীয়ার দিন দ্বারোদ্ঘাটন হতে চলেছে রাজ্যের সমুদ্র শহর দিঘার জগন্নাথ মন্দিরের। আর সেই শুভ মুহূর্তকে কেন্দ্র করে রাজ্যজুড়ে শুরু হয়েছে উৎসবের প্রস্তুতি। রাজ্যবাসীর আবেগে আরও রঙ চড়াতে এবার বিশেষ উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিজেই লিখলেন ও সুর দিলেন এক হৃদয়স্পর্শী জগন্নাথ বন্দনার গান। গানটি গেয়েছেন রাজ্যের মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন।
‘নয়নপথগামী, তুমি জগন্নাথস্বামী’ — মুখ্যমন্ত্রীর লেখা গান ভাইরাল
শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল — এক্স হ্যান্ডেল (পূর্বতন টুইটার) ও ফেসবুক পেজে সেই গানের মিউজিক ভিডিও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে। অনুরাগী, তৃণমূল সমর্থক এবং সাধারণ মানুষ— সকলেই সেই ভিডিও শেয়ার ও লাইক করতে থাকেন। গানের সুরে রয়েছে ভক্তিরস ও এক গভীর আত্মিক টান। ‘জয় জগন্নাথ, জয় জগন্নাথ’— এই ধ্বনিতে ভরে উঠেছে গোটা ভিডিও।
তৃণমূল আইটি সেলের পক্ষ থেকেও বিশেষ গান Mamata Banerjee Jagannath song
শুধু মুখ্যমন্ত্রী নন, জগন্নাথ মন্দির উদ্বোধনের আবহে তৃণমূল কংগ্রেসের আইটি সেল থেকেও প্রকাশ করা হয়েছে একটি বিশেষ গান। রাজ্য আইটি সেল সভাপতি দেবাংশু ভট্টাচার্যের ভাবনায়, অভিযান ভট্টাচার্যর লেখা ‘জগন্নাথের নাম নিয়ে চল দীঘা ধাম’ গানটি গেয়েছেন শিল্পী সৌম্যজিৎ পাল। তৃণমূলের সোশ্যাল মিডিয়া পেজ থেকে পোস্ট হওয়া এই গানটিও যথেষ্ট জনপ্রিয়তা পাচ্ছে।
পুরীর ঐতিহ্য বজায় রেখেই চলছে দিঘার ধর্মীয় আচার
দিঘার জগন্নাথ মন্দিরের সমস্ত আচার-অনুষ্ঠান পরিচালনা করছেন পুরীর জগন্নাথ মন্দিরের অন্যতম পুরোহিত রাজেশ দৈতাপতি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ধর্মীয় আচার। গত বুধবার বাস্তুপুজো দিয়ে শুরু হয় কর্মসূচি। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে যজ্ঞ ও কলসপুজো। এলাকার বহু মহিলা এতে অংশ নিয়েছেন। শুক্রবার সম্পন্ন হয়েছে সিংহাসন পুজো। আগামী কয়েকদিন ধরে চলবে আরও নানা আচার অনুষ্ঠান।
বিশেষ ট্রেন দিঘাগামী পুণ্যার্থীদের জন্য
মন্দির উদ্বোধনের সময় হাজার হাজার পুণ্যার্থী দিঘায় ভিড় জমাবেন, এমন সম্ভাবনা আগেই আঁচ করেছিল রাজ্য প্রশাসন। সেই অনুযায়ী রেলের কাছে বিশেষ ট্রেন চালানোর আবেদন জানানো হয়। দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ৪ মে পর্যন্ত অতিরিক্ত দুটি লোকাল ট্রেন চালানো হবে দিঘা পর্যন্ত— একটি হাওড়া থেকে, অপরটি পাঁশকুড়া থেকে।
এ ছাড়াও হাওড়া থেকে নিয়মিত চলা ‘কাণ্ডারি’ ও ‘তাম্রলিপ্ত এক্সপ্রেস’ যথারীতি চলবে। নতুন দু’টি ট্রেনই ইএমইউ হওয়ায় প্রতিটি স্টেশনে থামবে, ফলে যাত্রীরা যেকোনো স্টেশন থেকে উঠতে ও নামতে পারবেন। কোনও আসন সংরক্ষণের প্রয়োজন হবে না। ভাড়াও থাকবে লোকাল ট্রেনের মতই।
রাজ্যবাসীর বহু প্রতীক্ষিত দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, হয়ে উঠছে এক সাংস্কৃতিক আবেগ। মুখ্যমন্ত্রী নিজে গানে-কলমে অংশ নেওয়ায় সেই আবেগে যোগ হয়েছে এক ভিন্ন মাত্রা। অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে দিঘা যে এক অভূতপূর্ব জনসমাগম ও ভক্তিসংগীতের সাক্ষী থাকবে, তা বলাই বাহুল্য।
West Bengal: Digha Jagannath Temple opens in May! CM Mamata Banerjee writes & composes special Jagannath Vandana sung by Indranil Sen. TMC IT cell releases another song. Festivities begin!