গরমে ক্লান্ত রাজ্য, কবে থেকে বদল আসবে আবহাওয়ায়?

কলকাতা: প্রখর রোদের তেজ ও আর্দ্র বাতাসে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ জ্বলছে তাপপ্রবাহে। দিনের পর দিন শুষ্ক আবহাওয়ায় অস্বস্তি তুঙ্গে উঠেছে। তবে সুখবর দিচ্ছে আবহাওয়া দফতর—অবশেষে গরমে…

South Bengal Heatwave Relief

কলকাতা: প্রখর রোদের তেজ ও আর্দ্র বাতাসে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ জ্বলছে তাপপ্রবাহে। দিনের পর দিন শুষ্ক আবহাওয়ায় অস্বস্তি তুঙ্গে উঠেছে। তবে সুখবর দিচ্ছে আবহাওয়া দফতর—অবশেষে গরমে স্বস্তি আনতে আসছে বৃষ্টি। দক্ষিণবঙ্গে রবিবার (২৭ এপ্রিল) থেকে শুরু হতে পারে কালবৈশাখী ও বিক্ষিপ্ত বৃষ্টিপাত।

শনিবারেও ৭ জেলায় তাপপ্রবাহ

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দক্ষিণবঙ্গের অন্তত ৬ থেকে ৭টি জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে। বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং মালদায় তাপমাত্রা ৩৯-৪০ ডিগ্রির ঘরে পৌঁছাতে পারে, যা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি।

   

রবিবার থেকে সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রপাত ও বিক্ষিপ্ত শিলাবৃষ্টির আশঙ্কাও থাকছে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

উত্তরে বৃষ্টি South Bengal Heatwave Relief

২৯ ও ৩০ এপ্রিল—মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের আরও বিস্তৃত অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

এদিকে, উত্তরবঙ্গে চলছে লাগাতার বৃষ্টি। শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৫০-৬০ কিমি গতিবেগের দমকা হাওয়া। এসব জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা।

তবে মালদায় গরমের দাপট চলবে আরও কিছুটা সময়। কাল থেকে সেখানে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আজ শনিবার চরম গরমে পুড়তে চলেছে এই জেলা। গরমে ক্লান্ত রাজ্যবাসীর জন্য এ বৃষ্টি হতে পারে বহুপ্রত্যাশিত স্বস্তির পরশ।

West Bengal: South Bengal braces for heatwave in Birbhum, Purulia, Bankura & more. Relief is coming! Weather office forecasts thunderstorms & rain from April 27. Get the latest updates on the upcoming Kalbaishakhi and rainfall in Kolkata & other districts.