India-Pakistan Border Firing
শ্রীনগর: পহেলগাঁও-এর রক্তাক্ত ঘটনার রেশ কাটতে না কাটতেই উত্তপ্ত ভারত-পাক সীমান্ত। বুধবার রাতে জম্মু ও কাশ্মীরের লাইন অফ কন্ট্রোল (LoC)-এর একাধিক পয়েন্ট থেকে একটানা গুলিবর্ষণ করে পাকিস্তানের সেনাবাহিনী। রাতভর চলে গুলি বিনিময়। শুক্রবার ভোরেও গুলি চলেছে৷ ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, ছোট অস্ত্র ব্যবহার করে পাকিস্তানি সেনারা গুলি চালাচ্ছে৷ ভারতীয় বাহিনীও তার যথাযথ জবাব দেয়। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।
সীমান্তে উসকানিমূলক গুলি
প্রতিরক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, “পাকিস্তান পক্ষ থেকে সীমান্তে উসকানিমূলক গুলি চালানো হয়। আমাদের সেনারা সতর্ক এবং পেশাদারভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।”
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের আচরণ অত্যন্ত অস্বাভাবিক এবং বিগত কয়েক মাসে এই ধরনের ধারাবাহিক গুলিবর্ষণের নজির নেই। এর পেছনে পহেলগাঁও-র নারকীয় জঙ্গি হামলার প্রতিক্রিয়া থাকতে পারে বলেই অভিমত৷
পরিস্থিতির পটভূমি India-Pakistan Border Firing
তিন দিন আগেই পহেলগাঁওতে জঙ্গি হানায় প্রাণ গিয়েছে অন্তত ২৬ জন নিরীহ পর্যটকের। সেই হামলার রেশ কাটতে না কাটতেই সীমান্তে এই গুলির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, এই হামলার নেপথ্যে পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে। এমন পরিস্থিতিতে সীমান্তের এই আচমকা উত্তেজনা কাকতালীয় নয়।
জম্মু-কাশ্মীর সহ গোটা উত্তর ভারতের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি, পাকিস্তানের তরফে আরব সাগরের ওপর ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে, যেখানে আজ একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দেশের সেনা এবং কূটনৈতিক মহলে সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে।
উত্তর কাশ্মীরে ফের গুলির লড়াই, আহত পুলিশ আধিকারিকের দেহরক্ষী
এদিকে, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরেই গোটা উপত্যকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা বাহিনী। উত্তপ্ত হয়ে ওঠে উত্তর কাশ্মীরের বন্দিপোরা জেলা। শুক্রবার সকালে বাজিপোরা অঞ্চলে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে অভিযান চালাতে যায় যৌথ বাহিনী। শুরু হয় তল্লাশি। জঙ্গিরা হঠাৎই গুলি চালাতে শুরু করলে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। গুলিতে আহত হয়েছেন দুই নিরাপত্তারক্ষী। একটি সূত্রে জানা গিয়েছে, এক জঙ্গি আহত অবস্থায় পালিয়ে গিয়েছে৷
এর আগের দিন, অর্থাৎ বৃহস্পতিবার, জম্মুর উদমপুর জেলায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ হন এক স্পেশাল ফোর্স জওয়ান। পরপর এই ঘটনার জেরে সারা উপত্যকায় নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ তৎপরতায় রয়েছে।
তল্লাশি অভিযান জোরদার, ২০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা
পহেলগাঁও-র হামলার পর সন্দেহভাজন পাঁচ থেকে ছয়জন জঙ্গির খোঁজে রাজ্য জুড়ে বিশাল তল্লাশি অভিযান শুরু হয়েছে। তদন্তে উঠে এসেছে তিনটি নাম—আসিফ ফুজি, সুলেমান শাহ এবং আবু তালহা। এদের ছবি প্রকাশ করেছে নিরাপত্তা বাহিনী। কেউ এদের সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিলে ২০ লক্ষ টাকার পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।
গোয়েন্দা সংস্থার অনুমান, এই তিনজনই হামলার মূল মাথা এবং পাকিস্তানের মদতে ভারতে অনুপ্রবেশ করে গা ঢাকা দিয়েছে উপত্যকারই কোনো অঞ্চলে।
আশঙ্কা বাড়ছে, সতর্ক প্রশাসন
একদিকে সীমান্তে গুলির লড়াই, অন্যদিকে উপত্যকাজুড়ে জঙ্গি কার্যকলাপ—সবমিলিয়ে ফের একবার টান টান উত্তেজনা ছড়িয়েছে জম্মু-কাশ্মীরে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সমস্ত ট্যুরিস্ট লোকেশন এবং ভিড়ভাট্টা এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
জম্মু-কাশ্মীর পুলিশ, সেনা ও আধাসামরিক বাহিনীর মধ্যে সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী ইতিমধ্যেই রাতদিন অভিযান চালিয়ে যাচ্ছে। সূত্র বলছে, সীমান্ত পেরিয়ে আসা জঙ্গিদের এই তৎপরতা আরও বড় কোনও ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
Bharat: Tensions escalate at the India-Pakistan border in Jammu & Kashmir after continuous firing by Pakistani forces along the LoC. This follows the deadly Pahalgam attack, raising concerns. Indian Army retaliates. No casualties reported yet.