উধমপুরে জঙ্গিদের গুলিতে শহিদ ভারতীয় সেনা, জারি গুলির লড়াই

শ্রীনগর: পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার রক্তচিহ্ন এখনও শুকোয়নি। তারই মধ্যেই বৃহস্পতিবার ফের রক্ত ঝরল জম্মু-কাশ্মীরে। উধমপুর জেলার বাসন্তগড় এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হলেন…

Udhampur Encounter Jawan Martyred

শ্রীনগর: পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার রক্তচিহ্ন এখনও শুকোয়নি। তারই মধ্যেই বৃহস্পতিবার ফের রক্ত ঝরল জম্মু-কাশ্মীরে। উধমপুর জেলার বাসন্তগড় এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হলেন এক ভারতীয় সেনা জওয়ান।

সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস এক বিবৃতিতে জানায়, “নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনার যৌথ অভিযান শুরু হয়। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। প্রথম সংঘর্ষেই এক সাহসী জওয়ান গুরুতর জখম হন এবং পরে শহিদ হন। অভিযানে এখনও গুলির লড়াই চলছে।” (Udhampur Encounter Jawan Martyred)

   

জঙ্গিদের স্কেচ প্রকাশ

পহেলগাঁও হামলার পর জঙ্গিদের স্কেচ প্রকাশ, তল্লাশিতে ২০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা
প্রসঙ্গত, কয়েকদিন আগেই কাশ্মীরের পহেলগাঁওর বেইসারান উপত্যকায় পর্যটকদের উপর ভয়ঙ্কর হামলায় ২৬ জনের মৃত্যু হয়, যার মধ্যে ছিলেন এক নেপালি নাগরিকও।

AK-47 দিয়ে এলোপাথাড়ি গুলি Udhampur Encounter Jawan Martyred

এই হামলায় জড়িত সন্দেহে তিন জঙ্গির স্কেচ প্রকাশ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তারা হল-আসিফ ফুজি, সুলেমান শাহ, আবু তালহা৷ তদন্তে উঠে এসেছে, এরা পাইন অরণ্য থেকে বেরিয়ে পর্যটকদের উপর AK-47 দিয়ে এলোপাথাড়ি গুলি চালায়। পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত ৫ থেকে ৬ জন জঙ্গি এখনও গা ঢাকা দিয়ে আছে। তাদের সন্ধানে রাজ্যজুড়ে তল্লাশি অভিযান চলছে। যেকোনও তথ্যদাতাকে ২০ লক্ষ টাকার পুরস্কার দেবে জম্মু-কাশ্মীর পুলিশ।

বারামুলায় অনুপ্রবেশ রুখল ভারতীয় সেনা, নিহত দুই জঙ্গি

এদিকে পহেলগাঁও হামলার ঠিক একদিন পর কাশ্মীরের বারামুলায় অনুপ্রবেশের চেষ্টা রুখে দেয় ভারতীয় বাহিনী। চিনার কর্পস জানিয়েছে, “সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের সময়ই গুলির লড়াইয়ে মৃত্যু হয় দুই জঙ্গির। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং যুদ্ধোপযোগী সামগ্রী উদ্ধার হয়েছে।”

Bharat: Another terror incident in Jammu and Kashmir. An Indian Army jawan martyred in an encounter with terrorists in Udhampur’s Basantgarh area. Joint operation underway. 

Advertisements