পহেলগাঁও হামলার পর দিল্লিতে পাকিস্তানি কূটনীতিক তলব, কড়া বার্তা ভারতের

নয়াদিল্লি: কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপরে ভয়াবহ জঙ্গি হানার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পাকিস্তানকে কড়া বার্তা দিল ভারত। রাতের অন্ধকারে পাকিস্তানের শীর্ষ কূটনীতিক সাদ আহমদ ওয়াররাইচ-কে…

India Expels Pakistani Diplomats

নয়াদিল্লি: কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপরে ভয়াবহ জঙ্গি হানার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পাকিস্তানকে কড়া বার্তা দিল ভারত। রাতের অন্ধকারে পাকিস্তানের শীর্ষ কূটনীতিক সাদ আহমদ ওয়াররাইচ-কে ডেকে পাঠিয়ে, হাতে ধরিয়ে দেওয়া হল ‘persona non grata’ নোট। স্পষ্ট নির্দেশ—ভারতে নিযুক্ত সমস্ত পাকিস্তানি সামরিক কূটনীতিককে সরে যেতে হবে। সময়সীমা মাত্র এক সপ্তাহ।

   

কূটনৈতিক সম্পর্ক কার্যত জমানো হিমঘরে

প্রতিরক্ষা, নৌ ও বায়ুসেনার অ্যাটাশে-সহ পাকিস্তানি হাইকমিশনের সামরিক আধিকারিকদের একযোগে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি, ভারতের পক্ষ থেকেও ইসলামাবাদে নিযুক্ত সামরিক প্রতিনিধিদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লির কূটনৈতিক মহল বলছে, এই পদক্ষেপ শুধু প্রতীকী নয়, বরং দ্বিপাক্ষিক সম্পর্ক কার্যত স্থগিত করার দিকেই এগোচ্ছে ভারত।

শুধু বহিষ্কার নয়, বন্ধ হতে পারে সীমান্তপথ India Expels Pakistani Diplomats

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বুধবার রাতে অনুষ্ঠিত হয় ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (CCS)-র জরুরি বৈঠক। উপস্থিত ছিলেন অমিত শাহ, এস জয়শঙ্কর, রাজনাথ সিং, অজিত ডোভাল সহ মন্ত্রিসভার শীর্ষ নেতারা। বৈঠকে যা সিদ্ধান্ত হয়েছে, তা অভূতপূর্ব।

যে সিদ্ধান্তগুলি হয়েছে:

*পাকিস্তানি সামরিক কূটনীতিকদের বহিষ্কার

*সিদ্ধু জলচুক্তি সাময়িকভাবে স্থগিত

*সীমান্তের কয়েকটি মূল প্রবেশপথ বন্ধের প্রস্তুতি

*ভারত-পাকিস্তান হাইকমিশন কার্যক্রম আংশিক বন্ধের পথে

 “ছাড় পাবে না কেউ”—বিদেশসচিবের হুঁশিয়ারি

বুধবার রাতেই বিদেশসচিব বিক্রম মিস্রি সংবাদ সম্মেলনে বলেন, “এই হামলার নেপথ্যে যারা রয়েছে, যারা এর পরিকল্পনা করেছে, অথবা মদত দিয়েছে—তাদের কাউকেই রেয়াত করা হবে না। ভারত প্রতিশোধে বিশ্বাসী নয়, কিন্তু ন্যায়বিচারে বিশ্বাস রাখে। আমরা থামব না, মাথা নত করব না।”

পহেলগাঁওয়ের নারকীয় হামলায় মৃত ২৬

মঙ্গলবার বিকেল, কাশ্মীরের পহেলগাঁওয়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্র বৈসরন, যাকে ‘মিনি সুইজারল্যান্ড’ বলা হয়, সেখানে হামলা চালা একদল জঙ্গি। ঘোড়ায় চেপে আসা পর্যটক, পাইন অরণ্যে ঘুরতে থাকা পরিবার—এই নিসর্গময় ছবির মধ্যে হঠাৎ ঢুকে পড়ে কয়েক জন সশস্ত্র জঙ্গি। বেছে বেছে টার্গেট করা হয় হিন্দুদের৷ মৃত্যু হয় ২৬ জনের। এর মধ্যে রয়েছেন ২৫ জন ভারতীয় নাগরিক, এবং ১ জন নেপালি পর্যটক। আহত বহু। হামলার দায় স্বীকার করেছে TRF (The Resistance Front), যা লস্কর-ই-তইবা-রই এক ছায়া সংগঠন।

“বেসামরিকদের লক্ষ্য করেই হামলা”—ওমর আবদুল্লা

জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, “সাম্প্রতিক অতীতে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এমন ভয়ঙ্কর হামলা আর দেখিনি।”দিল্লির পক্ষ থেকে যেভাবে দ্রুত, এবং দৃঢ় কূটনৈতিক ভাষায় পাকিস্তানকে জবাব দেওয়া হল, তা শুধু প্রতিক্রিয়া নয়-একটি স্পষ্ট বার্তা: সন্ত্রাসের আশ্রয় দিলে, কূটনীতির দরজা বন্ধ করতেও পিছপা হবে না ভারত।

 Bharat: India retaliates strongly against Pakistan after the Pahalgam terror attack, expelling top diplomats and military officials. Border closure considered. Latest on India-Pakistan relations.

Advertisements