‘যারা এই হামলার নেপথ্যে, তারা কেউ ছাড় পাবে না’, কঠোর হুঁশিয়ারি শাহর

কাশ্মীরের পহেলগাঁওয়ে (Pahalgam Terrorist Attack) জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে বহু নিরীহ মানুষের। তাঁদের মধ্যে রয়েছেন বাংলারও কয়েকজন। এই ভয়াবহ ঘটনার পরে শোকস্তব্ধ পরিবারগুলোর পাশে দাঁড়ালেন…

Pahalgam Terror Attack LIVE: Ongoing Coverage of Kashmir Terrorist Strike Today

কাশ্মীরের পহেলগাঁওয়ে (Pahalgam Terrorist Attack) জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে বহু নিরীহ মানুষের। তাঁদের মধ্যে রয়েছেন বাংলারও কয়েকজন। এই ভয়াবহ ঘটনার পরে শোকস্তব্ধ পরিবারগুলোর পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Pahalgam Terrorist Attack) । বুধবার তিনি দেখা করেন নিহতদের পরিবারের সঙ্গে। তাঁদের সান্ত্বনা দেন, আশ্বাস দেন—জঙ্গিদের কোনওভাবেই ছাড়া হবে না। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা।

শ্রীনগরে কান্নায় ভেঙে পড়লেন নিহতদের পরিজনেরা

   

শ্রীনগরে (Pahalgam Terrorist Attack)  যখন অমিত শাহ (Pahalgam Terrorist Attack) দেখা করেন নিহতদের আত্মীয়দের সঙ্গে, তখন তাঁরা আর নিজেদের ধরে রাখতে পারেননি। কান্নায় ভেঙে পড়েন। স্ত্রী, সন্তান হারানো পরিবারগুলো যেন এক চরম বেদনার সময় পার করছে। অমিত শাহ তাঁদের হাতে হাত রেখে বলেন, “আপনাদের যন্ত্রণা বুঝি। দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “এটা শুধু একটি পরিবার নয়, পুরো দেশের ওপর আঘাত। জঙ্গিদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে, তারা পালাতে পারবে না।”

সমীর গুহের করুণ পরিণতি

এই হামলায় (Pahalgam Terrorist Attack)  নিহতদের মধ্যে রয়েছেন কলকাতার বেহালার সখেরবাজারের বাসিন্দা সমীর গুহ। একজন নিরীহ মানুষ, যিনি পরিবার নিয়ে আনন্দে ভ্রমণ করতে গিয়েছিলেন কাশ্মীরে। মেয়ের ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পরই তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে বেড়াতে যান। কে জানত এই সফরই হবে তাঁদের জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন!

১৬ এপ্রিল তাঁরা কাশ্মীরে পৌঁছন। এরপর পহেলগাঁওয়ে (Pahalgam Terrorist Attack) একটি রিসর্টে ছিলেন। সেখানেই আচমকা জঙ্গি হামলা। পরিবারের সামনে গুলি করে হত্যা করা হয় সমীরবাবুকে। এই ঘটনার পর থেকে তাঁর স্ত্রী ও মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাঁদের সমবেদনা জানাতে গিয়েই শ্রীনগরে উপস্থিত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া: পাশে আমেরিকা

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন এবং জানান, সন্ত্রাসবাদের (Pahalgam Terrorist Attack) বিরুদ্ধে লড়াইয়ে ভারত পাশে রয়েছে আমেরিকা। এই খবর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

কেন্দ্র ও রাজ্যের উদ্যোগ

এই ঘটনার পর কেন্দ্রীয় সরকার ও জম্মু-কাশ্মীর প্রশাসন একসঙ্গে তদন্ত ও অভিযানে নেমেছে। উপত্যকার পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে, সেই বিষয়ে সুরক্ষা বাহিনীকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

অমিত শাহ (Pahalgam Terrorist Attack)  জানান, “আমরা কাশ্মীরকে সন্ত্রাসমুক্ত করতে বদ্ধপরিকর। যারা নিরীহ মানুষের রক্ত ঝরিয়েছে, তাদের শেষ পর্যন্ত পৌঁছেই ধরা হবে।”

Advertisements