পর্যটকদের মৃত্যুতে উদ্বিগ্ন, শোকবার্তা জানাল পাকিস্তান

শ্রীনগর: কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে যখন হাজারো মানুষ পহেলগাঁও-এর বাঈসরান উপত্যকায় ছুটি কাটাতে গিয়েছিলেন তাঁরা৷ হঠাৎ করেই নেমে এল মৃত্যুর ছায়া। মঙ্গলবার দুপুরে আচমকাই…

Pak reacts to Pahalgam attack

শ্রীনগর: কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে যখন হাজারো মানুষ পহেলগাঁও-এর বাঈসরান উপত্যকায় ছুটি কাটাতে গিয়েছিলেন তাঁরা৷ হঠাৎ করেই নেমে এল মৃত্যুর ছায়া। মঙ্গলবার দুপুরে আচমকাই গুলি চালায় ৩–৪ জন জঙ্গি। মুহূর্তের মধ্যেই রক্তাক্ত হয়ে ওঠে সবুজ ঘাসের চাদরে মোড়া উপত্যকা। প্রাণ হারান অন্তত ২৬ জন, যাঁদের অধিকাংশই ছিলেন পর্যটক।

শোকপ্রকাশ পাকিস্তানের, তবে প্রশ্ন অনেক

   

ঘটনার পরদিন পাকিস্তান বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, “আমরা পর্যটকদের মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন। নিহতদের পরিবারকে সমবেদনা জানাই।” কিন্তু প্রশ্ন থেকেই যায়—এই হামলার দায় কি পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠীগুলির দিকেই ইঙ্গিত করছে না? আন্তর্জাতিক মহলেও এই প্রতিক্রিয়াকে অনেকেই দায় এড়ানোর চেষ্টা হিসেবে দেখছেন।

অমিত শাহের স্পষ্ট বার্তা: দোষীরা রেহাই পাবে না Pak reacts to Pahalgam attack

হামলার খবর পাওয়ার পরই মঙ্গলবার রাতে কাশ্মীরে পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার সকালে শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। শহিদদের পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের শান্তনা দেন৷ সেই সঙ্গে কঠোর বার্তা দিয়ে বলেন, “এই কাপুরুষোচিত হামলার পেছনে যারা আছে, তারা কেউ ছাড় পাবে না। বিচার হবেই।”

পরিস্থিতি খতিয়ে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ও অন্যান্য নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে। জোর দেওয়া হয়েছে গোটা উপত্যকায় নজরদারি বাড়ানোর দিকে।

হামলার ধরন বলছে, টার্গেট ছিল নিরীহ মানুষ

জানা গিয়েছে, হামলাটি পরিকল্পিত ছিল এবং পর্যটকদের ভিড়ের মধ্যেই গুলি চালায় জঙ্গিরা। সন্দেহের তালিকায় রয়েছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF) লস্কর-ই-তইবার ছত্রছায়ায় কাজ করা একটি সংগঠন। সীমান্তবর্তী এলাকায় এই ধরনের অনুপ্রবেশ ও সন্ত্রাসের ঘটনা নতুন কিছু নয়, তবে বেছে বেছে নিরীহ হিন্দু পর্যটকদের নিশানা করাই এবার সবচেয়ে বেশি ভাবাচ্ছে নিরাপত্তা মহলকে।

কাশ্মীরের বুকে ফের একবার রক্ত ঝরল। আর এই ঘটনায় শুধু প্রশ্ন নয়, জেগে উঠেছে রাগ, ক্ষোভ আর চরম দুঃখবোধ। পর্যটনের স্বপ্নে বিভোর মানুষদের জীবনে নেমে এল অন্ধকার।
প্রশাসনের দায়িত্ব এবার শুধু প্রতিক্রিয়া নয়, প্রতিকার। এই হামলার প্রকৃত জবাব তখনই হবে, যখন দোষীরা বিচারের মুখোমুখি হবে—সর্বসমক্ষে।

World: Pakistan expresses concern over the Pahalgam terror attack that killed 26 tourists. Home Minister Amit Shah vows justice. Investigation underway into the targeting of civilians.

Advertisements