অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম ২ জঙ্গি

শ্রীনগর: কাশ্মীরের বুকে আরও এক অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল ভারতীয় সেনা। জম্মু ও কাশ্মীরের বারামুল্লার উরি নালার সারজীবন এলাকায় বুধবার ভোরে সেনাবাহিনীর সঙ্গে তীব্র গুলির…

Baramulla Infiltration Foiled

শ্রীনগর: কাশ্মীরের বুকে আরও এক অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল ভারতীয় সেনা। জম্মু ও কাশ্মীরের বারামুল্লার উরি নালার সারজীবন এলাকায় বুধবার ভোরে সেনাবাহিনীর সঙ্গে তীব্র গুলির লড়াইয়ে খতম হল দুই জঙ্গি। সেনা সূত্রে খবর, সীমান্ত পার করে ঢুকতে চাওয়া এই জঙ্গিরা ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও যুদ্ধসামগ্রী।

   

ভারতীয় সেনার চিনার কপ্স-এর তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, “সেনা ও জঙ্গিদের মধ্যে ভারী গুলির লড়াই হয়। দুই জঙ্গিকে খতম করা সম্ভব হয়েছে। অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে। উদ্ধার হয়েছে অস্ত্র ও গোলাবারুদ।” সেনার এই অভিযান এখনও চালু রয়েছে।

পহেলগাম হামলার ২৪ ঘণ্টার মধ্যে বারামুল্লায় অনুপ্রবেশ

এই অভিযানের তাৎপর্য অনেকটাই বেড়েছে কারণ ঠিক ২৪ ঘণ্টা আগে দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরানে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন নিরীহ পর্যটক। সেখানেও হামলাকারীরা ছিল লস্কর-ই-তইবার স্থানীয় শাখা ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF)-এর সদস্য বলে সন্দেহ। ওই ঘটনায় গোটা দেশে নেমে আসে শোকের ছায়া।

সতর্ক সেনা, কার্যকরী প্রতিরোধ Baramulla Infiltration Foiled

বুধবার সকালেই সীমান্তে সেনার নজরদারির জালে ধরা পড়ে ২-৩ জন অনুপ্রবেশকারী। সেনার ঘাঁটি থেকে পাঠানো টহলদার দল চ্যালেঞ্জ করতেই শুরু হয় গুলির লড়াই। কয়েক ঘণ্টার মধ্যেই খতম হয় দুই জঙ্গি। অন্যদের খোঁজে চলছে তল্লাশি।

প্রতিক্রিয়ায় সরকার ও নিরাপত্তা বাহিনী

এই দুই ঘটনায় উপত্যকায় নিরাপত্তা ব্যবস্থার ব্যাপক পুনর্মূল্যায়ন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে ফিরে এসেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার রাতে কাশ্মীরে পৌঁছবেন বলে সূত্রের খবর। তিনি পহেলগাঁওয়ের পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং বারামুল্লার সেনা অভিযানের পর্যালোচনা করবেন।

চাপের মুখে পাকিস্তান ও জঙ্গি সংগঠনগুলি

দেশের গোয়েন্দা সংস্থাগুলি মনে করছে, একের পর এক জঙ্গি কার্যকলাপ এবং অনুপ্রবেশের নেপথ্যে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা ও তার শাখাগুলি। সীমান্তে নজরদারি ও জঙ্গি ঘাঁটি ধ্বংসের লক্ষ্যে ভারতীয় সেনা ইতিমধ্যেই চালু করেছে একাধিক সাঁড়াশি অভিযান।

 

Bharat: Indian Army foils infiltration bid in Baramulla, Kashmir, killing two heavily armed terrorists near Uri. This comes a day after the Pahalgam attack. Security forces on high alert.

Advertisements