শ্রীনগর: কাশ্মীরের পহেলগামে নিরীহ পর্যটকদের উপর ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ অনন্তনাগ জেলার বৈসরান মেঠোয় হামলাটি ঘটে। উপত্যকায় এই জায়গাটি ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত৷ প্রকৃতির রূপ-রসে ভরা এই পর্যটনস্থলে আচমকাই গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাদা বরফের গায়ে লাগে চাপ চাপ রক্তের দাগ৷
হামলার দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ বা TRF, যা পাকিস্তান-ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার একটি শাখা বলে পরিচিত।
হাতে একে-৪৭
India Today-এর হাতে এসেছে এক হামলাকারীর ছবি, যেখানে দেখা গিয়েছে, ধূসর কুর্তা-পাজামা পরা এক যুবক পেছন থেকে ক্যামেরাবন্দি হয়েছেন—তার হাতে স্পষ্ট দেখা গিয়েছে একটি একে-৪৭ রাইফেল। তিনি সেনাবাহিনীর পোশাকে ছদ্মবেশে ছিলেন বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।
আতঙ্কে ছুটোছুটি, কোথাও ছিল না আশ্রয় Pahalgam attack first photo
ঘাসজমির খোলা জায়গায় হঠাৎ গুলির শব্দে পর্যটকেরা হকচকিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুহূর্তের মধ্যে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যটক বলেন, “লুকোনোর কোনও জায়গাই ছিল না। সবাই শুধু প্রাণে বাঁচতে এদিক-ওদিক ছুটছিলেন।” স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করেন। ঘটনার সময় বহু মানুষ ঘটনাস্থলেই প্রাণ হারান, আরও অনেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।
প্রধানমন্ত্রীর বার্তা: ‘জড়িতরা রেহাই পাবে না’
হামলার সময় সৌদি আরবে সফরে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর পাওয়ার পর তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন এবং এক জরুরি বৈঠকে বসেন। তিনি বলেন, “এই হামলার পেছনে যারা রয়েছে, তারা কেউ ছাড় পাবে না। কড়া শাস্তি পেতেই হবে।”
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক করেন এবং পহেলগামে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করবেন বলে জানিয়েছেন।
রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এই হামলাকে ‘জঘন্য’ বলে উল্লেখ করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেন, “এ ধরনের হিংসা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শান্তির পথে হাঁটার এখনই সময়।”
তল্লাশি চলছে, গোটা এলাকা ঘিরে ফেলেছে সেনা
হামলার পর পহেলগাম ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। সেনা ও আধাসামরিক বাহিনী তল্লাশি চালাচ্ছে আশেপাশের জঙ্গলে। গোয়েন্দা সূত্রের দাবি, হামলার আগে বৈসরানে পর্যবেক্ষণ চালিয়েছিল জঙ্গিরা।
কাশ্মীর, যার রূপে মুগ্ধ হয়ে প্রতিদিন হাজার হাজার পর্যটক ছুটে আসেন—সেই ভূস্বর্গ আবারও রক্তাক্ত। বৈসরানের ঘাসজমিতে ছড়িয়ে থাকা মৃতদেহ, কান্নার শব্দ আর আতঙ্কে ছুটে বেড়ানো মানুষের ছবি হৃদয়বিদারক। কিন্তু এর মধ্যেই রাষ্ট্রের প্রতিজ্ঞা—এই বর্বর হামলার জবাব দেবে ভারত। অপরাধীরা শাস্তি পেতেই হবে।
Bharat: Tragic terror attack in Pahalgam, Kashmir claims 26 innocent lives. Lashkar-e-Taiba linked TRF claims responsibility. PM Modi vows strict action. Details on the attack and aftermath.