‘গরমে কেন বসে আছেন? স্কুলে যান’, চাকরিহারাদের বার্তা মমতার

মুর্শিদাবাদ: যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে এসএসসি দফতরের সামনে টানা অবস্থান চালিয়ে যাচ্ছেন চাকরি হারানো প্রার্থীরা। সোমবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পশ্চিম…

Mamata Banerjee  message

মুর্শিদাবাদ: যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে এসএসসি দফতরের সামনে টানা অবস্থান চালিয়ে যাচ্ছেন চাকরি হারানো প্রার্থীরা। সোমবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের কলেজ মাঠে এক প্রশাসনিক সভা থেকে তাঁদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, “কেন গরমে বসে আছেন? আপনারা স্কুলে ফিরে যান। নিশ্চিন্তে ক্লাস করুন। বেতন নিয়ে চিন্তা করবেন না। যারা আপনাদের উস্কানি দিচ্ছে, তারা টাকা দেবে না। সরকার দেবে।”

   

তিনি আরও জানান, প্রয়োজনে রাজ্য সরকার আবারও সুপ্রিম কোর্টে যাবে। মুখ্যমন্ত্রী বলেন,  “আপনাদের চাকরি সুপ্রিম কোর্টে বাতিল হয়েছিল। টাকা বন্ধ হয়েছিল। আমরা রিভিউ পিটিশন করেছিলাম। এখন আপনারা মাইনে পাচ্ছেন। গ্রুপ সি এবং ডি-র ক্ষেত্রেও প্রয়োজন হলে আবার রিভিউ করব৷” 

“যোগ্য-অযোগ্য দেখতে হবে সরকার ও আদালতকে”

চাকরিহারীদের আন্দোলনে ‘যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ’ দাবির প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য, “কে যোগ্য আর কে অযোগ্য, সেটা আপনার দেখার দরকার নেই। ওটা দেখবে রাজ্য সরকার ও আদালত। আপনি নিজের চাকরিটা দেখুন। বেতন পাচ্ছেন কি না, সেটা দেখুন। অন্যের কথায় পা দেবেন না।”

তিনি জানান, আন্দোলনকারীদের সঙ্গে সরকার যোগাযোগ রেখেছে। “গতকাল সন্ধ্যা থেকে অন্তত ১০ বার কথা বলেছি। আমি যদি কলকাতায় থাকতাম, এক সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম,” বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

বিরোধীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ Mamata Banerjee  message

চাকরিহারা প্রার্থীদের আন্দোলনের পেছনে বিরোধীদের প্ররোচনা রয়েছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। বলেন, “বাংলায় কয়েকজন লোক বসে আছে চাকরি খাওয়ার জন্য। কোর্টে গিয়ে শুধু পিআইএল করে। এর জন্য কোর্ট নয়, দায়ী ওরা। আমরা চাকরি দিচ্ছি, ওরা চাকরি কাড়ছে।”

তিনি আরও যোগ করেন, “হাই কোর্টে আবার একটা মামলা করে বসে আছে— প্রাথমিকে ৩৫ হাজার চাকরি বাতিলের দাবি। কেউ মামলা করলেই বিচারপতিরা তো সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিতে পারেন না। আগে ভাবা উচিত, ওই চাকরির পেছনে একজন মানুষের পরিবার, সন্তানের ভবিষ্যৎ জড়িত।”

“উত্তরপ্রদেশে কেউ ফেরেনি, এখানে ফিরছেন আপনারা” 

বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “সেখানে ৬৯ হাজার লোকের চাকরি গিয়েছিল। কেউ ফেরেনি। কিন্তু এখানে আমরা আদালতে লড়াই করে চাকরি ফিরিয়ে দিচ্ছি।”

West Bengal: West Bengal CM Mamata Banerjee addresses SSC protestors demanding eligibility lists. She assures salary security and promises Supreme Court review if needed. Urges focus on personal jobs, not external influences. 

Advertisements