তৃণমূলের অবস্থান বুমেরাং! ১০ নেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ

২০২৪ সালের এপ্রিল মাসে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের অফিসের সামনে তৃণমূল কংগ্রেসের অবস্থান-বিক্ষোভ ঘিরে উত্তেজনার রেশ এখনও কাটেনি। সেই ঘটনাকে কেন্দ্র করে এবার বড় পদক্ষেপ…

Delhi Police summons TMC leaders

২০২৪ সালের এপ্রিল মাসে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের অফিসের সামনে তৃণমূল কংগ্রেসের অবস্থান-বিক্ষোভ ঘিরে উত্তেজনার রেশ এখনও কাটেনি। সেই ঘটনাকে কেন্দ্র করে এবার বড় পদক্ষেপ নিল দিল্লি পুলিশ। আইন লঙ্ঘন ও অবরোধ সৃষ্টির অভিযোগে তৃণমূলের ১০ জন সাংসদ ও নেতার বিরুদ্ধে সমন জারি করল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। (Delhi Police summons TMC leaders)

বিক্ষোভের আগে কোনও অনুমতি নেওয়া হয়নি

দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট বিক্ষোভের আগে কোনও অনুমতি নেওয়া হয়নি। এমনকি যে এলাকায় তৃণমূল নেতৃত্ব অবস্থানে বসেছিলেন, সেই জায়গায় আগে থেকেই ১৪৪ ধারা জারি ছিল। এই অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ চার্জশিট জমা দিয়েছে এবং মামলাটি রাউস অ্যাভিনিউ কোর্টে গড়িয়েছে।

   

চার্জশিটে নাম রয়েছে তৃণমূলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, নাদিমুল হক, সাকেত গোখলে, সুদীপ রাহা, এবং দলের নেত্রী সাগরিকা ঘোষের। এ ছাড়াও শান্তনু সেন, অর্পিতা ঘোষ, ও আবীর রঞ্জন বিশ্বাস সহ আরও কয়েকজন নেতাও সেই সময় বিক্ষোভে উপস্থিত ছিলেন।

একাধিক অভিযোগ তৃণমূলের Delhi Police summons TMC leaders

আদালতের নির্দেশ অনুসারে, আগামী ৩০ এপ্রিল অভিযুক্তদের কোর্টে হাজিরা দিতে হবে। ওই দিন মামলার শুনানি হবে।

উল্লেখ্য, গত বছরের এই বিক্ষোভ ছিল কেন্দ্রীয় সংস্থাগুলির – বিশেষ করে সিবিআই, ইডি, এনআইএ ও আয়কর দফতরের প্রধানদের অপসারণের দাবিকে কেন্দ্র করে। তৃণমূলের অভিযোগ, এই সংস্থাগুলিকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেই দাবি জানাতেই তৃণমূলের সাংসদ ও নেতারা দিল্লিতে অবস্থান বিক্ষোভে বসেছিলেন।

 

তবে অনুমতি ছাড়া এবং নিষিদ্ধ এলাকায় জমায়েত করে আইন অমান্যের অভিযোগে এবার আইনি চাপের মুখে পড়তে চলেছেন তারা।

West Bengal: TMC leaders face summons from Delhi’s Rouse Avenue Court over April 2024 protest near the Election Commission office. Allegations include law violations and obstruction. Next hearing on April 30. 

Advertisements