কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তী জামিনের মেয়াদ আরও এক দফা বাড়াল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি শুভ্রা ঘোষ সুজয়কৃষ্ণের জামিনের মেয়াদ জুন মাস পর্যন্ত বাড়ানোর নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানি আগামী ১৬ জুন হবে বলে জানা গিয়েছে।
একাধিক শর্ত
২০২৩ সালে সুজয়কৃষ্ণ ভদ্রকে প্রথমে গ্রেফতার করে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) এবং পরে একই মামলায় সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন)ও তাঁকে গ্রেফতার করে। তবে সুজয়ের শারীরিক অবস্থার অবস্থা বিবেচনা করে গত ১৮ ফেব্রুয়ারি কলকাতা হাই কোর্ট তাঁকে জামিন দেয়। জামিন দেওয়ার সময় আদালত কিছু শর্ত আরোপ করেছিল, যাতে সুজয়কৃষ্ণ শুধুমাত্র চিকিৎসার উদ্দেশ্যে বাড়ির বাইরে যেতে পারবেন, তবে অন্য কোনো কারণের জন্য বাড়ির বাইরে যেতে পারবেন না।
গতিবিধির উপর নজর Sujaykrishna Bhadra Bail Extension
এছাড়া, আদালত জানায় যে, সুজয়কৃষ্ণ রাজনৈতিক ব্যক্তিদের বা বাইরের কোনো ব্যক্তির সঙ্গে দেখা করতে পারবেন না এবং তাঁর গতিবিধির ওপর সর্বদা নজরদারি রাখতে সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছিল। সুজয়ের দুটি মোবাইল নম্বরও সিবিআইকে দিতে হবে এবং তাঁর যাবতীয় কর্মকাণ্ডের উপর সিবিআই নজরদারি চালাবে।
এবার, আদালত একাধিক বিবেচনায় সুজয়কৃষ্ণের জামিনের মেয়াদ আরও বাড়িয়ে দিয়েছে। আদালত জানায়, সুজয়ের জামিনের শর্ত অনুযায়ী, তাঁকে বাড়ির বাইরে যেতে হলে সিবিআইয়ের অনুমতি নিতে হবে। যদি কোনও সময় জামিনের শর্ত ভঙ্গ করেন, তাহলে সুজয়কৃষ্ণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
১৬ তারিখে মামলার পরবর্তী শুনানি Sujaykrishna Bhadra
এদিকে, সুজয়কৃষ্ণ ভদ্রের জামিনের মেয়াদ বাড়ানোর প্রেক্ষিতে তদন্তকারীরা তাঁর ওপর আরও গভীর নজর রাখবেন। এখন, জুন মাসের ১৬ তারিখেই এই মামলার পরবর্তী শুনানি হবে, যেখানে সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে চলমান তদন্তের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হতে পারে।
West Bengal: Kolkata High Court extends interim bail for Sujaykrishna Bhadra in the recruitment scam case until June. The court imposes strict conditions, restricting movement and interactions. Next hearing scheduled for June 16. Stay updated on this legal development