কলকাতা: রবিবার ব্রিগেড সমাবেশ থেকে মোদী-মমতা জোটের বিরুদ্ধে সিপিএমের জোরালো হুঁশিয়ারির ঠিক ২৪ ঘণ্টার মাথায় বিজেপির তরফে বামেদের উদ্দেশে এল কড়া জবাব। সোমবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর দাবি, “বাংলায় সিপিএম এখন তৃণমূলের স্যালাইনেই চলছে!”
দিলীপের আরও মন্তব্য, “আজকে যে লাল পতাকা দেখা যায়, সেটাও তৃণমূলের লোকজনই লাগিয়ে দেয়। সিপিএম পার্টি অফিস চালাতে যত খরচ হয়, তাও জোগাড় করে দেয় তৃণমূল। এমনকি ওদের চায়ের খরচ পর্যন্ত ওরাই দেয়!”
“চাবিও তৃণমূলের হাতে!”
আরও এক ধাপ এগিয়ে দিলীপ বলেন, “সিপিএমের পার্টি অফিসের চাবিও অনেক জায়গায় তৃণমূলের নেতাদের কাছে থাকে। এতেই বোঝা যায়, এই দল আর কতটা কার্যকরী। কৃত্রিম উপায়ে টিকিয়ে রাখা হয়েছে শুধু বেঁচে আছে দেখানোর জন্য।”
ব্রিগেড নিয়ে কটাক্ষ Dilip Ghosh accuses TMC of backing CPM
ব্রিগেডের ভিড় নিয়েও ব্যঙ্গ করে দিলীপের মন্তব্য, “সব সিপিএম কর্মীই মনে হয় কাল ব্রিগেডে ছিলেন! বাঙালির দুর্গাপুজোর মতই, ওদেরও বছরে একটা মিলনমেলা লাগে। সবাই আসে, খায়-দায়, ছবি তোলে — এরপর আবার নিঃশব্দে মিলিয়ে যায়।”
ধর্মঘট? “মানুষ গুরুত্বই দেয় না”
২০ মে সিপিএমের ডাকা দেশজুড়ে ধর্মঘট নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ। সোজাসাপটা বলেন, “এই ধর্মঘট ডাকে মানুষ এখন হাসে। কারণ, মানুষ জানেই না ওরা আদৌ আছে কিনা! মাঝে মাঝে এসব করে নিজেদের অস্তিত্ব জাহির করতে চায়।”
মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা
এদিন মুখ্যমন্ত্রীর শালবনি সফর নিয়েও প্রশ্ন তুলেছেন দিলীপ। সেখানে জিন্দল গোষ্ঠীর পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস প্রসঙ্গে তিনি বলেন, “গত ১৪ বছরে মুখ্যমন্ত্রী কত শিলান্যাস করেছেন, তার হিসেব বাংলার মানুষ চায়। কাজ শুরু হয়েছে কয়টায়?”
বিজনেস সামিট নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। দিলীপের বক্তব্য, “প্রতিবছর স্যুট পরে বিজনেস সামিট হয়, ফটোশুট হয়। কিন্তু সত্যিই বাংলায় বিনিয়োগ এসেছে? কোনও হোয়াইট পেপারে এই তথ্য দিন, বুঝি কতটা লাভ হয়েছে বাংলার।”
চুপ বামেরা, তৃণমূলও প্রতিক্রিয়াহীন
দিলীপ ঘোষের এই সব দাবি ও কটাক্ষের পরও এখনও পর্যন্ত সিপিএম বা তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি। রাজনৈতিক মহল এখন তাকিয়ে রয়েছে—কবে, কোথা থেকে পাল্টা জবাব আসে।
West Bengal: BJP leader Dilip Ghosh alleges TMC is funding CPM’s survival in Bengal. Claims TMC provides for office expenses, tea bills, and symbolic activities like flag hosting. Controversy erupts day after CPM’s Brigade rally criticizing both Modi and Mamata.