রাজ্যপালের মালদা সফরের মাঝেই উদ্ধার ১৭টি কৌটো বোমা, চাঞ্চল্য বৈষ্ণবনগরে

রাজ্যপাল সিভি আনন্দ বোসের মালদহ সফরের মাঝে তীব্র চাঞ্চল্য ছড়াল বৈষ্ণবনগরের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের জলরাহী সিসা এলাকায়। শুক্রবার বিকেলে একটি আখ খেতে পড়ে থাকা একটি…

bomb recover in malda baisnabnagar

রাজ্যপাল সিভি আনন্দ বোসের মালদহ সফরের মাঝে তীব্র চাঞ্চল্য ছড়াল বৈষ্ণবনগরের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের জলরাহী সিসা এলাকায়। শুক্রবার বিকেলে একটি আখ খেতে পড়ে থাকা একটি সন্দেহজনক প্লাস্টিকের বস্তা দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে বস্তাটি খুলতেই উদ্ধার হয় ১৭টি শক্তিশালী কৌটো বোমা। (bomb recover in malda baisnabnagar)

Advertisements

বোম স্কোয়াড ও দমকল বিভাগকে ফোন bomb recover in malda baisnabnagar

ঘটনাস্থল ঘিরে ফেলেন নিরাপত্তা বাহিনী। দ্রুত খবর দেওয়া হয় বোম স্কোয়াড ও দমকল বিভাগকে। শনিবার সকালেই বোম স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে সবগুলি বোমা নিষ্ক্রিয় করে। কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো এলাকা ঘিরে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী।

   

ঘটনার গুরুত্ব আরও বাড়িয়ে দেয় এই সময়টাই—কারণ শুক্রবারই রাজ্যপাল সিভি আনন্দ বোস মালদহের বৈষ্ণবনগরে শরণার্থী শিবির পরিদর্শনে আসেন। ওয়াকফ সংশোধনী আইন ঘিরে উত্তপ্ত পরিস্থিতিতে মুর্শিদাবাদের বহু হিন্দু পরিবার বৈষ্ণবনগরে আশ্রয় নিয়েছেন। তাঁদের সঙ্গে কথা বলতে আসেন রাজ্যপাল ও মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা।

আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন  bomb recover in malda baisnabnagar

এই আবহেই একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। কে বা কারা এই বিস্ফোরক বস্তা রেখে গিয়েছিল, তা এখনও অজানা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisements

স্থানীয়দের দাবি, বিগত কয়েকদিনে এলাকায় বারবার বোমা উদ্ধারের ঘটনা ঘটছে, ফলে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। প্রশাসনের কাছে দাবি উঠেছে এলাকায় নিয়মিত টহলদারি বাড়ানো ও গোটা বিষয়টির গভীর তদন্তের।

 West Bengal: During West Bengal Governor CV Ananda Bose’s visit to Malda’s Vaishnavnagar relief camp, 17 live crude bombs were discovered in an agricultural field. The area was promptly secured, and the bombs were defused without incident.