নিশ্ছিদ্র নিপীড়ন: হিন্দু নেতা হত্যার ঘটনায় বাংলাদেশকে কড়া বার্তা ভারতের

নয়াদিল্লি: বাংলাদেশের উত্তরে জাফরাবাদে ঘটে গিয়েছে এক মর্মান্তিক ঘটনা। অপহরণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে হিন্দু সংখ্যালঘু নেতা শ্রী ভবেশ চন্দ্র রায়কে। আর এই ঘটনার…

India slams Bangladesh

নয়াদিল্লি: বাংলাদেশের উত্তরে জাফরাবাদে ঘটে গিয়েছে এক মর্মান্তিক ঘটনা। অপহরণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে হিন্দু সংখ্যালঘু নেতা শ্রী ভবেশ চন্দ্র রায়কে। আর এই ঘটনার খবর সামনে আসতেই কড়া প্রতিক্রিয়া জানাল ভারত। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রন্ধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, “এই হত্যাকাণ্ড শুধুই একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর ধারাবাহিক নিপীড়নের উদ্বেগজনক ধারাবাহিকতা।”

Advertisements

কীভাবে ঘটল এই নৃশংস খুন? India slams Bangladesh

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে আচমকাই একটি ফোন আসে ৫৮ বছরের ভবেশ রায়ের কাছে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি জানতে চায়, তিনি বাড়িতে আছেন কি না। সেই ফোন কলের কিছুক্ষণের মধ্যেই একদল দুষ্কৃতী তাঁর বাড়িতে এসে তাঁকে জোর করে নিয়ে যায়।

   

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাঁকে নারাবাড়ি গ্রামে নিয়ে গিয়ে নির্মমভাবে মারধর করা হয়। পরে অচেতন অবস্থায় তাঁকে বাড়িতে ফেলে যায় অপহরণকারীরা। প্রতিবেশীরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর শরীরে ছিল একাধিক ছুরির আঘাতের চিহ্ন।

 এখনও অধরা অপরাধীরা India slams Bangladesh

এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি বাংলাদেশ পুলিশ। পরিবার ও স্থানীয়দের দাবি, এই হত্যাকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রশাসনের নীরবতায় দুষ্কৃতীরা আরও সাহস পাচ্ছে।

ভারতের কড়া বার্তা India slams Bangladesh

এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের তরফে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে। মুখপাত্র রন্ধীর জয়সওয়াল বলেন, “আমরা বাংলাদেশের অস্থায়ী সরকারকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে, তারা যেন কোনো অজুহাত না দিয়ে, হিন্দু-সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করে।”তিনি আরও যোগ করেন, “সংখ্যালঘুদের উপর নির্যাতনকে ‘মিডিয়ার অতিরঞ্জন’ বলে উড়িয়ে দেওয়া একেবারেই অগ্রহণযোগ্য।”

Advertisements

আগেও উঠেছিল প্রশ্ন India slams Bangladesh

এই প্রথম নয়। গত বছর ঢাকায় হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে বিমানবন্দর থেকে আটক করার পর ভারত একাধিকবার বাংলাদেশ সরকারের প্রতি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছিল। তাতেও বিশেষ পরিবর্তন ঘটেনি বলে মত কূটনৈতিক মহলের।

পরিবারের সিবিআই তদন্তের দাবি India slams Bangladesh

নিহতের পরিবার রাজ্য সরকারের উপর আস্থা হারিয়ে সিবিআই পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছে। রাজনীতির ঊর্ধ্বে উঠে তারা সুবিচার চায় বলেই জানিয়েছে।

Bharat: India condemns the brutal killing of Hindu leader Bhabesh Chandra Roy in Bangladesh. The Ministry of External Affairs urges the interim government to protect minorities and address rising extremist violence. Full report on the incident and India’s response.