ATM-এ PF টাকা তোলার সুবিধা নিয়ে ইপিএফের বড় ঘোষণা

নতুন যুগে পা রাখছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। আগামী মে বা জুন ২০২৫-এর মধ্যে চালু হতে চলেছে EPFO Version 3.0, যা কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড…

EPFO Adds 15 New Banks

নতুন যুগে পা রাখছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। আগামী মে বা জুন ২০২৫-এর মধ্যে চালু হতে চলেছে EPFO Version 3.0, যা কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত পরিষেবায় আনবে বিপুল পরিবর্তন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডব্য PTI-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, এই প্রযুক্তিগত সংস্করণের ফলে ফান্ড তোলার পদ্ধতি হবে আরও সহজ ও দ্রুত।

Advertisements

স্বয়ংক্রিয় দাবি নিষ্পত্তি ও এটিএম থেকে অর্থ তোলা

বর্তমানে প্রভিডেন্ট ফান্ড থেকে অর্থ তুলতে হলে অনলাইন বা অফলাইন ক্লেম জমা দিতে হয়, এরপর দীর্ঘ সময় ধরে চলে সেই ক্লেমের প্রক্রিয়াকরণ। কিন্তু Version 3.0 চালু হলে এই প্রক্রিয়া হবে স্বয়ংক্রিয়। দাবি জমা দেওয়া মাত্রই নির্দিষ্ট শর্ত অনুযায়ী অর্থ চলে আসবে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে। কাগজপত্রের ঝামেলা বা অফিসে যাওয়ার প্রয়োজন আর থাকবে না।

   

সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনটি হল এটিএম থেকে PF টাকা তোলার সুবিধা। যেমনভাবে আমরা ATM থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা তুলি, তেমনই ভবিষ্যতে প্রভিডেন্ট ফান্ড থেকেও টাকা তোলা যাবে এটিএম-এর মাধ্যমে।

আরও উন্নত ডিজিটাল পরিষেবা

EPFO Version 3.0-তে OTP ভিত্তিক অ্যাকাউন্ট যাচাইয়ের মাধ্যমে গ্রাহকরা নিজেরাই তাদের অ্যাকাউন্ট আপডেট করতে পারবেন। যেমন: নমিনি সংযোজন, ম্যান্ডেট পরিবর্তন, পেনশন পর্যালোচনা ইত্যাদি কাজ হবে একেবারে ডিজিটালি, খুব সহজেই।

এছাড়াও, এখন থেকে অভিযোগ জানানো ও নিষ্পত্তির প্রক্রিয়াও হবে আরও কার্যকর। Version 2.01 চালুর পরে অভিযোগের হার অর্ধেকে নেমে এসেছে। Version 3.0 আরও বেশি স্বয়ংক্রিয় ও ব্যবহারকারী-বান্ধব পরিষেবা দেবে বলে দাবি মন্ত্রীর।

বিশাল অর্থনৈতিক ভিত

বর্তমানে EPFO-র কাছে মোট ২৭ লক্ষ কোটি টাকার একটি ফান্ড রয়েছে। এই ফান্ডে ৮.২৫ শতাংশ হারে সুদ দেওয়া হয় এবং এটি সরকারি গ্যারান্টিযুক্ত। ২০২৪-২৫ অর্থবর্ষে প্রায় ১.২৫ কোটি ইলেকট্রনিক চালান-কাম-রিটার্ন (ECR) এর মাধ্যমে ৩.৪১ লক্ষ কোটি টাকার বেশি সংগ্রহ করেছে EPFO।

পেনশন ব্যবস্থায়ও আধুনিকীকরণ

EPFO পেনশনভোগীরা এখন দেশের যেকোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাঁদের মাসিক পেনশন পেতে পারেন। সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেম চালুর ফলে ৭৮ লক্ষেরও বেশি পেনশনভোগী উপকৃত হচ্ছেন।

Advertisements
  • একত্রিত হচ্ছে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প
  • সরকার EPFO-র সঙ্গে অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিকেও একত্র করার পরিকল্পনা করছে। যেমন:
  • অটল পেনশন যোজনা
  • প্রধানমন্ত্রী জীবন বিমা যোজনা
  • শ্রমিক জনধন যোজনা

এই সংযুক্ত প্ল্যাটফর্মে সবরকম সুবিধা একত্রে পাওয়া যাবে, যা পরিষেবাকে আরও সহজতর ও বিস্তৃত করবে।

ESIC ও স্বাস্থ্য পরিষেবা

শ্রমিকদের জন্য আরও একটি বড় সুখবর – ESIC-র আওতাধীন উপভোক্তারা অচিরেই আয়ুষ্মান ভারত স্কিমের অন্তর্ভুক্ত হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন। এমনকি স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত বেসরকারি হাসপাতালগুলোকেও এই সুবিধার আওতায় আনা হবে।
বর্তমানে ESIC-র পরিষেবায় যুক্ত রয়েছে প্রায় ১৮ কোটি মানুষ, ১৬৫টি হাসপাতাল, ১,৫০০-র বেশি ডিসপেনসারি এবং ২,০০০-এর বেশি অনুমোদিত হাসপাতাল।

গিগ কর্মীদের সামাজিক সুরক্ষা

বর্তমান যুগে গিগ এবং প্ল্যাটফর্ম-ভিত্তিক কর্মীদের সংখ্যা দ্রুত বাড়ছে। বর্তমানে যাদের সংখ্যা ১ কোটির বেশি, আগামী পাঁচ বছরে এই সংখ্যা দ্বিগুণ হয়ে যেতে পারে। এই কর্মীদের সামাজিক সুরক্ষার আওতায় আনতে সরকার ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে।

২০২৫ সালের ১৫ এপ্রিল, শ্রম মন্ত্রক ও ফুড ডেলিভারি সংস্থা Swiggy-র মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস (NCS) পোর্টালে ডেলিভারি ও লজিস্টিকসের কাজের সুযোগ তৈরি হবে। লক্ষ্য, আগামী ২-৩ বছরে প্রায় ১২ লক্ষ চাকরির সৃষ্টি।
EPFO Version 3.0 চালু হলে কেবল PF তোলার প্রক্রিয়া নয়, সামগ্রিকভাবে কর্মীদের সামাজিক সুরক্ষা ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হবে। এটি একদিকে যেমন ডিজিটাল ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করবে, তেমনি কোটি কোটি মানুষের জন্য আর্থিক নিরাপত্তার আশ্বাসও দেবে।