বিয়ের একদিন পরেই সকলের মুখে নাম একটাই—দিলীপ ঘোষ (Dilip Ghosh) । শুক্রবার তাঁর বিবাহের খবরে সরগরম ছিল রাজ্য রাজনীতি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া। কিন্তু পরদিন, শনিবার সকালে যেভাবে তিনি ইকো পার্কে পুরনো মেজাজে ফিরে এলেন, তাতে বোঝা গেল, ব্যক্তিগত জীবনে বড় পরিবর্তন এলেও, তাঁর রুটিন কিংবা রাজনৈতিক লক্ষ্যে কোনও পরিবর্তন আসেনি।
গলায় হলুদ-গেরুয়া উত্তরীয়, চেনা ছন্দে হাঁটা, অনুগামীদের সঙ্গে খোশগল্প—সব মিলিয়ে যেন অন্যরকম এক সকাল। আর সেই সকালেই দিলীপ ঘোষ (Dilip Ghosh) নিজের স্বভাবসিদ্ধ ঠাট্টা-মেজাজে বলে ফেললেন, “অনেকে গল্প বানাচ্ছে যে মর্নিং ওয়াক করতে করতে প্রেম হয়েছে! আমি বলি, যারা বলছে, তারা সারাজীবন মর্নিং ওয়াক করলেও, তাদের প্রেম হবে না, বিয়েও হবে না!”
এই মন্তব্যে যেমন হাসির রোল উঠেছে, তেমনই আবার উঠে এসেছে এক গম্ভীর বার্তাও—রাজনীতি থেকে তিনি সরছেন না। বরং বিয়ের পরেও তিনি আগের মতই সক্রিয় থাকবেন। তাঁর কথায়, “আজ আমি যে জায়গায় পৌঁছেছি, সেটা আমার দলের জন্য। দলই আমাকে বিধায়ক, সাংসদ (Dilip Ghosh) করেছে। তাই রাজনীতিই আমার অগ্রাধিকার।”
দিলীপ ঘোষ (Dilip Ghosh) আরও জানান, স্ত্রী রিঙ্কু মজুমদারও রাজনীতিতে সক্রিয় থাকবেন। যদিও শনিবারের মর্নিং ওয়াকে তাঁর স্ত্রীকে দেখা যায়নি। কেন এলেন না রিঙ্কু? এই প্রশ্নের জবাবে দিলীপের মজার উত্তর, “উনি মর্নিং ওয়াক করেন না। বাড়িতেই আছেন।”
ইকো পার্কে এদিন তাঁর চারপাশ ঘিরে ছিলেন বহু অনুগামী। কেউ বাড়ি থেকে পায়েস বানিয়ে এনেছেন, কেউ এনেছেন কেক। যেন বিয়ের সঙ্গে জন্মদিনও একসঙ্গে পালন হচ্ছে। আসলে শনিবার ছিল দিলীপ ঘোষের জন্মদিনও। সেই উপলক্ষে আরও এক পর্ব উদযাপনের আয়োজন হয়েছে খড়্গপুরে। দলের কর্মীরা সেখানে বিশেষ অনুষ্ঠান রেখেছেন।
এই বিয়ে ঘিরে রাজনীতির অন্দরে যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনই দিলীপ ঘোষের(Dilip Ghosh) রাজনৈতিক জীবনেও একটি নতুন অধ্যায় শুরু হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। কারণ, এত বছর ‘ব্রহ্মচারী’ জীবন কাটানোর পর বিয়ের সিদ্ধান্ত নেওয়া একজন কট্টর সংঘ প্রচারকের পক্ষে সহজ ছিল না।
তবে দিলীপ ঘোষ (Dilip Ghosh) নিজেই জানিয়েছেন, “আমি সংঘ প্রচারক ছিলাম। তখন বিয়ে করার নিয়ম ছিল না। কিন্তু রাজনীতিতে আসার পর জীবন বদলেছে। দলের জন্য অনেক কিছু ছেড়েছি, এবার ব্যক্তিগত জীবনেও একটু স্থিতি আনলাম।”
সাম্প্রতিক বছরগুলিতে দিলীপ ঘোষ (Dilip Ghosh) একাধিক বিতর্কিত মন্তব্য ও রসিকতার জন্য শিরোনামে এসেছেন। কিন্তু তাঁর জনপ্রিয়তা ও মাঠে নেমে কাজ করার অদম্য ক্ষমতা তাঁকে দলের অন্যতম মুখ করে রেখেছে। অনেকেই মনে করছেন, ব্যক্তিগত জীবনে নতুন মোড় এলেও, দিলীপ ঘোষের (Dilip Ghosh) রাজনৈতিক লক্ষ্য বা কৌশলে কোনও পরিবর্তন হবে না।
রাজ্য রাজনীতির এক উজ্জ্বল মুখ এই দিলীপ ঘোষ (Dilip Ghosh) । সংসদীয় রাজনীতি থেকে শুরু করে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ—সব জায়গাতেই তাঁকে দেখা গেছে পুরোদমে। এবার দেখা যাক, নতুন জীবনসঙ্গীকে পাশে নিয়ে তাঁর রাজনৈতিক সফর কতটা নতুন রূপ নেয়।