চলতি ফুটবল মরসুমের প্রথম থেকেই প্রভাব ফেলার চেষ্টা করেছে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। ডুরান্ডে হতাশাজনক পারফরম্যান্সের পর ইন্ডিয়ান সুপার লিগের শুরু থেকেই ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা ছিল দলের সকল ফুটবলারদের। সেইমতো কলকাতা ময়দানের অন্যতম ইমামি ইস্টবেঙ্গলকে পরাজিত করে এবারের আইএসএল শুরু করেছিল সুনীল ছেত্রীর দল। পরবর্তীতে বেশ কয়েকটি ম্যাচে সেই ধারা বজায় থাকলেও তা খুব বেশিদিন স্থায়ী হয়নি। পয়েন্ট নষ্ট করতে হয়েছিল বেশ কিছু ম্যাচে। স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়েছিল পয়েন্ট টেবিলে। তবে সেই হতাশা কাটিয়ে নতুন বছরের প্রথম থেকেই জয়ের মুখ দেখার ভাবনা ছিল এই দলের।
Also Read | সমর্থকদের উদ্দেশ্য কী বললেন মোহন-তারকা ম্যাকলারেন?
তবে নতুন বছরের প্রথমেই ধাক্কা খেতে হয়েছিল জামশেদপুর এফসির কাছে। সেই ধারা বজায় ছিল টানা পাঁচটি ম্যাচে। স্বাভাবিকভাবেই সুপার সিক্সে সুযোগ করে নেওয়া নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। কিন্তু গত ফেব্রুয়ারিতে বদলে যায় পরিস্থিতি। একের পর এক শক্তিশালী দলকে আটকে দিতে থাকে দল। তারপর ঘরের মাঠে ওয়েন কোয়েলের শক্তিশালী চেন্নাইয়িন এফসিকে পরাজিত করে দেশের এই প্রথম ডিভিশন লিগের সুপার সিক্সে নিজেদের নিশ্চিত করে ফেলেছিল কর্নাটকের এই ফুটবল দল। তারপর সময় যত এগিয়েছে ততই দাপট দেখিয়ে গিয়েছেন সুনীল ছেত্রীরা।
Also Read | ইস্টবেঙ্গল ছেড়ে বাগানের পথে পিভি বিষ্ণু? জল্পনা তুঙ্গে
কিন্তু শেষ রক্ষা হলো কোথায়। সপ্তাহ কয়েক আগেই ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে পরাজিত হতে হয় একবারের এই আইএসএল জয়ীদের। সেই নিয়ে যথেষ্ট হতাশ সমর্থকরা। তবে পুরনো হতাশা ভুলে কলিঙ্গ সুপার কাপে ঘুরে দাঁড়ানোই প্রধান চ্যালেঞ্জ সকলের কাছে। কিন্তু তাঁর আগেই উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে যে দলের তারকা লেফট ব্যাক নাওরেম রোশন সিংকে পেতে আগ্রহী মোহনবাগান। সেইমতো কথা বার্তাও নাকি এগিয়ে গিয়েছে অনেকদূর।তা নিঃসন্দেহে উদ্বেগ বাড়াতে পারে বেঙ্গালুরু শিবিরের।
Also Read | বদলে গেল ইস্টবেঙ্গল-কেরালা ম্যাচের সময়, অ্যাডভান্টেজ বাগানের
তবে শোনা যাচ্ছে আগামী মরসুমের জন্য নাকি তাঁকে ধরে রাখতে মরিয়া এই আইএসএল জয়ী দল। হিসাব অনুযায়ী দেখলে আগামী বছরের মে মাস পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি রয়েছে বেঙ্গালুরু এফসির। কিন্তু প্রয়োজন বুঝে দীর্ঘমেয়াদী চুক্তি বাড়াতে পারে ম্যানেজমেন্ট। বর্তমানের সেই পরিকল্পনা নিয়েই এগোতে চাইছে আইএসএলের এই ক্লাব।