মুর্শিদাবাদ হিংসার জেরে বাংলায় রাষ্ট্রপতি শাসন চান ‘ফাটাকেষ্ট’

কলকাতা: ওয়াকফ আইন সংশোধন বিরোধী আন্দোলনের জেরে রাজ্যে ছড়িয়ে পড়া সাম্প্রতিক হিংসা ঘিরে মুখ খুললেন বিজেপি নেতা তথা বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। এক বেসরকারি সংবাদমাধ্যমকে…

Mithun Chakraborty Explosive

কলকাতা: ওয়াকফ আইন সংশোধন বিরোধী আন্দোলনের জেরে রাজ্যে ছড়িয়ে পড়া সাম্প্রতিক হিংসা ঘিরে মুখ খুললেন বিজেপি নেতা তথা বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মিঠুন সরাসরি প্রশ্ন তুলেছেন রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে। তিনি বলেন, “পরিস্থিতি যদি এমনই থাকে, আমরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানাতে বাধ্য হব।”

Advertisements

 ‘গণহত্যার মতো পরিস্থিতি’ mithun chakraborty demands president rule

রাজ্যের জমা দেওয়া রিপোর্টে ‘বৃহৎ আকারে হিংসার ঘটনা’র কথা উল্লেখ থাকলেও, বাস্তবতা আরও ভয়াবহ বলে দাবি করেছেন মিঠুন। তাঁর কথায়, “এটা শুধু দাঙ্গা নয়, প্রায় গণহত্যা। মন্দির ভাঙা হয়েছে, নিরীহ মানুষের ওপর হামলা হয়েছে। বহু মানুষ ঘরছাড়া হয়ে বর্তমানে ত্রাণ শিবিরে রয়েছেন। আমি জানতে চাই, এই নিরীহ মানুষগুলোর দোষ কী ছিল?”

   

 প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ mithun chakraborty demands president rule

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কটাক্ষ করে মিঠুন বলেন, “তিনি বলছেন, বিএসএফ ব্যর্থ হয়েছে। যদি তাই হয়, তাহলে রাজ্য পুলিশ কী করছিল? ঘুমোচ্ছিল?” রাজ্য সরকারের ব্যাখ্যা অনুযায়ী, কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছিল পরিস্থিতি সামাল দিতে। কিন্তু একইসঙ্গে মুখ্যমন্ত্রী বিএসএফের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।

 ‘পূর্বপরিকল্পিত দাঙ্গা? তাহলে পরিকল্পনাকারী কে?’ mithun chakraborty demands president rule

মুখ্যমন্ত্রী হিংসাকে ‘পূর্বপরিকল্পিত সাম্প্রদায়িক দাঙ্গা’ আখ্যা দিলেও, পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন মিঠুন, “এই পরিকল্পনা কে করল? অমিত শাহ কেন দাঙ্গা ঘটাতে যাবেন? তাহলে দেশের অন্য জায়গায় তো এমন কিছু হচ্ছে না!”

 ‘ভোটের জন্য মেরুকরণ নয়’ mithun chakraborty demands president rule

বিরোধীদের অভিযোগ, বিজেপি ভোটের আগে ইচ্ছাকৃত মেরুকরণের পথে হাঁটছে। কিন্তু মিঠুন তা নস্যাৎ করে বলেন, “আমরা ন্যায়সঙ্গতভাবে ভোটে জিততে চাই। তারা তো মানুষকে ভোট দিতেও দেয় না। আমরা চাই শান্তিপূর্ণ ভোট, দাঙ্গা করে ক্ষমতা চাই না।”

Advertisements
 বিএসএফ-কে আক্রমণ মানেই ‘দেশবিরোধিতা’ mithun chakraborty demands president rule

রাজ্য বিজেপি সভাপতি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে ‘দেশবিরোধী’ বলার পরিপ্রেক্ষিতে মিঠুন বলেন, “বিএসএফ আমাদের সীমান্তে রক্ষা করছে। তাদের দোষ দেওয়া মানেই দেশের প্রতি অবমাননা করা। আজ যারা ঘরছাড়া, তাদের পাশে দাঁড়ানোই সরকারের দায়িত্ব।”

রাজ্যে লাগাতার অশান্তি, ঘরছাড়া মানুষ, প্রশাসনিক বিভ্রান্তি এবং রাজনৈতিক চাপানউতোরের মধ্যে, এবার সরাসরি রাষ্ট্রপতি শাসনের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দিলেন মিঠুন চক্রবর্তী। ঘটনাবহুল বাংলা রাজনীতিতে এই মন্তব্য নিঃসন্দেহে নতুন উত্তাপ যোগ করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

West Bengal: After violence erupted in Bengal over anti-Waqf protests, BJP leader Mithun Chakraborty warns that if the law and order crisis continues, the party will urge Home Minister Amit Shah to impose President’s Rule in the state.