মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তির প্রেক্ষিতে ঘরছাড়া মানুষদের সঙ্গে সরাসরি কথা বলতে মালদহে পৌঁছল জাতীয় মানবাধিকার কমিশনের দুই সদস্যের প্রতিনিধি দল। কেন্দ্রীয় সরকারের নির্দেশে এই সফর বলে জানা গিয়েছে। কমিশন সূত্রে খবর, ঘটনাস্থল পরিদর্শন করে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ও বাস্তুচ্যুতদের অবস্থা খতিয়ে দেখা হবে। এরপর তৈরি হবে একটি বিস্তারিত রিপোর্ট, যা পাঠানো হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। (human rights commission visits malda)
শুক্রবার সকাল ১০টা ১০ মিনিট নাগাদ বন্দে ভারত এক্সপ্রেসে মালদহ টাউন স্টেশনে এসে পৌঁছন প্রতিনিধি দলের সদস্যরা। প্রাথমিকভাবে তাঁরা সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নেন। পরে তাঁরা রওনা দেন বৈষ্ণবনগরের পারলালপুর হাইস্কুলের উদ্দেশে, যেখানে মুর্শিদাবাদ থেকে পালিয়ে আসা পরিবারগুলোর অস্থায়ী আশ্রয় রয়েছে।
ঘরছাড়া মানুষের আশঙ্কা ও অভিযোগ human rights commission visits malda
ওয়াকফ সম্পত্তি ঘিরে উত্তেজনার জেরে গত সপ্তাহে মুর্শিদাবাদের একাধিক এলাকায় হিন্দু পরিবারের উপর হামলা ও হুমকির অভিযোগ ওঠে। নিরাপত্তার অভাবে বহু মানুষ আশ্রয় নেন সীমান্তঘেঁষা মালদহ জেলায়।
ঘরছাড়া হওয়া বহু মানুষের দাবি, প্রশাসনের পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় তাঁরা নিজেরাই সন্তান-পরিবার নিয়ে এলাকা ছাড়তে বাধ্য হন। এখন তাঁরা ফিরতেও ভয় পাচ্ছেন।
কমিশনের প্রতিনিধি দল তাঁদের কাছে ঘটনার প্রকৃতি, ভয়-আশঙ্কা ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিশদে জানতে চাইছেন। অভিযোগের সত্যতা যাচাই করেই তাঁরা কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট জমা দেবেন।
রাজ্যপালের হস্তক্ষেপ ও রাজনৈতিক পরিপ্রেক্ষিত human rights commission visits malda
ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন মুর্শিদাবাদ থেকে ঘরছাড়া হওয়া কয়েকজন। রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
এর আগেই, বুধবার ক্ষতিগ্রস্তদের একটি দল ভবানীভবনেও গিয়েছিল। সেখানেও তাঁদের সঙ্গী হন সুকান্ত মজুমদার। প্রশাসনের কাছে তাঁদের নিরাপত্তা ও পুনর্বাসনের দাবি জানানো হয়।
বর্তমান পরিস্থিতি ও প্রশাসনিক ব্যবস্থা human rights commission visits malda
পুলিশ সূত্রে খবর, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও বিএসএফ, যারা নিয়মিত টহল চালাচ্ছে। তবু এলাকাজুড়ে উত্তেজনা এখনো পুরোপুরি প্রশমিত হয়নি বলেই মনে করছেন অনেকে।
ঘটনার তদন্তে জাতীয় মানবাধিকার কমিশনের হস্তক্ষেপে নতুন করে আশার আলো দেখছেন ঘরছাড়া পরিবারগুলি।