দিলীপ ঘোষের বিয়ে নিয়ে RSS’র ‘না’! কামিনী-কাঞ্চন বিতর্কে নতুন মাত্রা?

একসময়ের রাজ্য বিজেপির সভাপতি, প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের বিয়ের সিদ্ধান্ত ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। দলের অন্দরেই তৈরি হয়েছে বিভাজন। ব্যক্তিগত সিদ্ধান্ত হলেও…

"My Son Is Happy With My Decision," Says Rinku Majumdar After Announcing Marriage to BJP Leader Dilip Ghosh

একসময়ের রাজ্য বিজেপির সভাপতি, প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের বিয়ের সিদ্ধান্ত ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। দলের অন্দরেই তৈরি হয়েছে বিভাজন। ব্যক্তিগত সিদ্ধান্ত হলেও সময়টা কি ঠিক হলো? প্রশ্ন তুলছেন দলেরই অনেকে।

Advertisements

২০২৬ সালের বিধানসভা ভোটের আগে এই সিদ্ধান্ত বিজেপির ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। সূত্রের খবর, দিলীপ ঘোষকে বিয়ে না করার জন্য আগেভাগেই পরামর্শ দিয়েছিলেন দলের একাংশ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের কয়েকজন নেতা। কিন্তু সেই সব পরামর্শ কার্যত উড়িয়ে দিয়ে, নিজের সিদ্ধান্তে অনড় থেকেছেন দিলীপ। ঘনিষ্ঠ মহলের দাবি, মায়ের অনুরোধেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

   

মহিলা মোর্চার সদস্যাকে বিয়ে, বাড়ছে প্রশ্ন RSS tried to stop Dilip Ghosh from getting married

দিলীপ ঘোষের বিয়ে নিয়ে বিতর্ক আরও ঘনীভূত হয়েছে যখন জানা যায়, তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন মহিলা মোর্চার এক সদস্যার সঙ্গে। তিনি রিঙ্কু মজুমদার—দিলীপ ঘোষের হাত ধরেই বিজেপিতে প্রবেশ করেছিলেন। স্বাভাবিকভাবেই রাজনৈতিক শিবিরে উঠছে নানা প্রশ্ন।

বিজেপির এক শীর্ষ নেতা মন্তব্য করেন, “দলের অন্দরে অনেকে এমন সিদ্ধান্তকে ‘দৃষ্টান্ত’ হিসেবে দেখবেন। মহিলা মোর্চায় যাঁরা যুক্ত হতে চান, তাঁরা এবার ভাববেন—এখানে সম্পর্কের রসায়ন রাজনীতির বাইরে গিয়ে কোথায় পৌঁছয়?”

চর্চা, ট্রোল, কটাক্ষ—সামাজিক মাধ্যমে ঝড় RSS tried to stop Dilip Ghosh from getting married

দিলীপ ঘোষের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যম উত্তাল। শুভেচ্ছার পাশাপাশি চলছে কটাক্ষ, ট্রোল ও ব্যঙ্গাত্মক মন্তব্যের ঢল। কেউ বলছেন, ‘দলীয় শৃঙ্খলা’ ও ‘নৈতিক অবস্থান’ নিয়ে বারবার মুখ খুলেছেন দিলীপ, অথচ নিজেই এবার সমালোচনার মুখে।

রাজনীতির পর্যবেক্ষকরা বলছেন, একজন জনপ্রিয় নেতা হিসেবে দিলীপ ঘোষকে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তগুলো জনসমক্ষে আরও সতর্কভাবে নিতে হতো। বিশেষ করে তিনি যেহেতু বরাবরই ‘ডাকাবুকো’ ও স্পষ্টভাষী রাজনীতিক হিসেবে পরিচিত, তাই তাঁর যেকোনও ব্যক্তিগত পদক্ষেপ আরও বেশি আলোচনার জন্ম দেয়।

Advertisements

তথাগত রায়ের পুরনো মন্তব্য আবার আলোচনায় RSS tried to stop Dilip Ghosh from getting married

এই প্রসঙ্গে ফের উঠে আসছে বিজেপি নেতা তথাগত রায়ের ‘কামিনী-কাঞ্চন’ প্রসঙ্গ। কিছু নেতার মতে, দিলীপ ঘোষের এই সিদ্ধান্ত তথাগতর অভিযোগের পেছনে নতুন মাত্রা যোগ করছে।

প্রাক্তন সাংসদের ব্যক্তিগত সিদ্ধান্ত দলীয় রাজনীতিতে কী প্রভাব ফেলবে তা সময় বলবে। তবে ভোটের মুখে এমন সিদ্ধান্ত দলকে অস্বস্তিতে ফেলেছে, তা আর অস্বীকার করা যাচ্ছে না।

West Bengal: Dilip Ghosh’s marriage to BJP Mahila Morcha member sparks internal debate in BJP ahead of 2026 West Bengal polls. Social media reacts sharply.