বিগত কয়েক সিজনের মতো এবারও একেবারেই ছন্দে ছিল না হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। মরসুমের শুরুতে ভারতীয় কোচ থাংবোই সিংটোর তত্ত্বাবধানে সাফল্য পেতে তৎপর ছিল নিজামের শহরের এই ফুটবল ক্লাব। সেজন্য তাঁর নির্দেশ মতোই দেশি ও বিদেশি ফুটবলারদের সই করিয়েছিল ম্যানেজমেন্ট। সেইসাথে অধিনায়ক নির্বাচিত করা হয় দেশের তরুণ তারকা অ্যালেক্স সাজিকে। কিন্তু শেষ মুহূর্তে দল গঠনের ফলে প্রাক মরসুম প্রস্তুতির খুব একটা সময় পায়নি হায়দরাবাদ। যার প্রভাব পড়েছিল দলের পারফরম্যান্সে। তবে মহামেডান স্পোর্টিং ক্লাব এবং কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল দলের ফুটবলারদের।
Also Read | বৃহস্পতিবার থেকেই অনুশীলনে নামছে সবুজ-মেরুন
কিন্তু সেটা ধরে রাখা সম্ভব হয়নি। তবুও সেক্ষেত্রে ঘরের মাঠে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে এগিয়ে থাকার সুবাদে ম্যাচ জয়ের পরিস্থিতি দেখা দিলেও সেটা বাস্তবায়িত হয়নি। তবে দলের খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও একক দক্ষতায় সকলকে চমকে দিয়েছিলেন এডমিলসন কোরিয়ার পাশাপাশি স্টেফান সাপিচের মতো ফুটবলাররা। তবে সময়ের সাথে সাথেই বদলেছে পরিস্থিতি। দলের হতাশাজনক পারফরম্যান্স থাকায় আইএসএলের মাঝপথেই থাংবোই সিংটোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ম্যানেজমেন্ট।
Also Read | পার্থিব গগৈকে নিয়ে আগ্ৰহী মোহনবাগান সুপার জায়ান্ট
পরবর্তীতে শামিল চেম্বাকাথের তত্ত্বাবধানে লড়াই করতে শুরু করে দল। এই মরসুমটা খুব একটা ভালো না হলেও এখন থেকেই নয়া সিজনের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। শোনা যাচ্ছে এক্ষেত্রে মূলত দেশীয় প্রতিভাদের দিকেই নাকি এখন বাড়তি নজর দিচ্ছে হায়দরাবাদ এফসি। সেক্ষেত্রে এবার উঠে আসতে শুরু করেছে বিশাল যাদবের (Vishal Yadav) নাম। বর্তমানে খালিদ জামিলের জামশেদপুর এফসির সঙ্গে যুক্ত রয়েছেন এই ভারতীয় গোলরক্ষক। শোনা যাচ্ছে, নয়া ফুটবল সিজনে তাঁকে দলে নেওয়ার পথে অনেকটাই এগিয়ে নিজামের শহরের এই ফুটবল দল।
বলাবাহুল্য, এবারের আইএসএলে জামশেদপুর এফসির হয়ে সেভাবে সুযোগ পাননি বছর বাইশের এই গোলরক্ষক। তবে নয়া সিজনের শুরুতে দল বদল করে নিজেকে মেলে ধরাই অন্যতম লক্ষ্য বিশালের। সেক্ষেত্রে হায়দরাবাদ এফসিতে তাঁর আসার সম্ভাবনা প্রবলতর।