কাশ্মীর আমাদের জীবনরেখা, ছাড়ব না: পাক সেনাপ্রধান মুনির মন্তব্যে কূটনৈতিক উত্তেজনা

নয়াদিল্লি: কাশ্মীর ইস্যুতে ফের আগ্রাসী সুর পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির গলায়। প্রবাসী পাকিস্তানিদের উদ্দেশে দেওয়া এক বক্তৃতায় তিনি কাশ্মীরকে পাকিস্তানের “জাগুলার ভেইন” বলে আখ্যা…

Pakistan Army Chief Kashmir statement

নয়াদিল্লি: কাশ্মীর ইস্যুতে ফের আগ্রাসী সুর পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির গলায়। প্রবাসী পাকিস্তানিদের উদ্দেশে দেওয়া এক বক্তৃতায় তিনি কাশ্মীরকে পাকিস্তানের “জাগুলার ভেইন” বলে আখ্যা দিলেন। তিনি বলেন, “কাশ্মীর আমাদের জীবনরেখা ছিল, আছে, এবং থাকবে। আমরা কাশ্মীরকে ভুলবো না, ছেড়ে দেব না। আমাদের কাশ্মীরি ভাইদের ন্যায্য লড়াইয়ে আমরা পাশে আছি, পাশে থাকবো।” (Pakistan Army Chief Kashmir statement)

Advertisements

জেনারেল মুনিরের এই মন্তব্য নতুন কিছু না হলেও, তা যে ভারত-পাকিস্তান সম্পর্কের বর্তমান পরিপ্রেক্ষিতে তাৎপর্যপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও কূটনৈতিক মহলে এই মন্তব্য ঘিরে আলোচনার ঝড় উঠেছে।

   

‘দ্বি-জাতি তত্ত্ব’ ফের সামনে এনে বার্তা —আমরা এক নই Pakistan Army Chief Kashmir statement

জেনারেল মুনির তার বক্তৃতায় দ্বি-জাতি তত্ত্বের উপর জোর দিয়ে বলেন, “আমাদের ধর্ম, সংস্কৃতি, রীতিনীতি, চিন্তাভাবনা—সবকিছুই হিন্দুদের থেকে ভিন্ন। এই পার্থক্যই ছিল পাকিস্তান গঠনের ভিত্তি। আমরা এক জাতি নই। তাই আমাদের পূর্বসূরিরা আলাদা রাষ্ট্র চেয়েছিলেন এবং তার জন্য রক্ত দিয়েছেন।”

এই বক্তব্যে স্পষ্ট, ইসলামাবাদ ফের ইতিহাসের সেই পুরোনো পাঠ উসকে দিতে চাইছে, যেখানে ভারত ও পাকিস্তান দুই আলাদা জাতি, আলাদা অস্তিত্ব। এটা শুধু রাজনৈতিক বার্তা নয়—পাকিস্তানের জাতীয় পরিচয় ও মুসলিম উম্মাহর ভাবাদর্শের সঙ্গেও জড়িত এক মনস্তাত্ত্বিক অবস্থান।

সন্ত্রাসবাদ, বেলুচিস্তান ও আত্মবিশ্বাসের বার্তা Pakistan Army Chief Kashmir statement

দেশের বর্তমান অর্থনৈতিক সংকট, রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি এবং নিরাপত্তা ইস্যুতে আন্তর্জাতিক উদ্বেগের মধ্যেও সেনাপ্রধান আত্মবিশ্বাসী। তিনি বলেন, “অনেকে মনে করেন সন্ত্রাসবাদ পাকিস্তানের ভবিষ্যৎ থামিয়ে দেবে। আমি বলি—ভারতের ১৩ লাখ সেনাবাহিনী যখন আমাদের দমাতে পারেনি, তখন কিছু সন্ত্রাসবাদী কীভাবে পারবে?”

পাশাপাশি বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন নিয়ে বলেন, “বেলুচিস্তান পাকিস্তানের গর্ব। কেউ ভাববেন না এটিকে কেড়ে নেওয়া যাবে। এমনকী দশ প্রজন্ম চেষ্টাও করলেও তা সম্ভব নয়। আমরা এই চক্রান্তের জবাব দিতে প্রস্তুত।”

এ বক্তব্যে স্পষ্ট, পাকিস্তানের সেনাবাহিনী শুধু সীমান্ত রক্ষা নয়, বরং অভ্যন্তরীণ নিরাপত্তা ও জাতীয় ঐক্যের প্রধান রক্ষক হিসেবে নিজেকে তুলে ধরতে চাইছে।

Advertisements

ভারতের দিক থেকে চাপ বাড়ার সম্ভাবনা Pakistan Army Chief Kashmir statement

কাশ্মীরকে ‘জীবনরেখা’ বলার মধ্যে দিয়ে কেবল একটি ভূখণ্ড নয়, বরং এক রাজনৈতিক ও আদর্শিক লড়াইয়ের কথাই তুলে ধরলেন জেনারেল মুনির। ভারতের দৃষ্টিকোণ থেকে এটি একধরনের প্ররোচনামূলক বক্তব্য। বিশেষ করে ২০১৯ সালে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর দুই দেশের সম্পর্ক যে তলানিতে ঠেকেছে, তা বলার অপেক্ষা রাখে না।

বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান অভ্যন্তরীণ চাপ সামাল দিতে গিয়ে ‘কাশ্মীর ইস্যু’কে বারবার সামনে এনে দেশবাসীর মধ্যে জাতীয়তাবাদী আবেগ উস্কে দিতে চাইছে। সেনাপ্রধানের এই বক্তব্যও সেই কৌশলেরই অংশ।

জেনারেল আসিম মুনিরের সাম্প্রতিক মন্তব্য শুধু একটি রাজনৈতিক বার্তা নয়—এটি পাকিস্তানের আত্মপরিচয়, নিরাপত্তা এবং কাশ্মীর প্রশ্নে দীর্ঘমেয়াদি অবস্থানের প্রতিফলন। তবে এই ধরনের বক্তব্য উপমহাদেশে উত্তেজনা আরও বাড়াতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ভারতের তরফে কী প্রতিক্রিয়া আসে, এখন নজর সেদিকেই।

World: Pakistan Army Chief Asim Munir calls Kashmir Pakistan’s lifeline, reigniting tensions with India. His speech emphasizes historical and ideological divides. Speculations rise on diplomatic responses amid regional instability. Stay informed on this unfolding issue.