JEE Main 2025: রেজাল্ট LIVE! কারা পৌঁছলেন অ্যাডভান্সডের দোরগোড়ায়?

নয়াদিল্লি: দেশের অন্যতম প্রতীক্ষিত প্রবেশিকা পরীক্ষা JEE Main 2025-এর Session 2 Paper 1 (BE/BTech) পরীক্ষার ফলাফল আজ, ১৭ এপ্রিল প্রকাশ করতে চলেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি…

jee main 2025 session 2 result out

নয়াদিল্লি: দেশের অন্যতম প্রতীক্ষিত প্রবেশিকা পরীক্ষা JEE Main 2025-এর Session 2 Paper 1 (BE/BTech) পরীক্ষার ফলাফল আজ, ১৭ এপ্রিল প্রকাশ করতে চলেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা আজ থেকেই তাঁদের স্কোরকার্ড এবং চূড়ান্ত উত্তরপত্র (Final Answer Key) দেখতে পারবেন সরকারি ওয়েবসাইট — jeemain.nta.nic.in-এ।

কখন ও কোথায় হয়েছিল পরীক্ষা? jee main 2025 session 2 result out

   

পেপার ১ (BE/BTech) নেওয়া হয়েছিল ২, ৩, ৪, ৭ এবং ৮ এপ্রিল, দেশের মোট ২৮৫টি শহর এবং ১৫টি আন্তর্জাতিক শহর মিলিয়ে ৫৩১টি পরীক্ষাকেন্দ্রে।

পেপার ২ (BArch/BPlan) অনুষ্ঠিত হয় ৯ এপ্রিল।

প্রভিশনাল উত্তরপত্র প্রকাশিত হয়েছিল ১১ এপ্রিল, এবং আপত্তি জানানোর সময়সীমা ছিল ১৩ এপ্রিল পর্যন্ত।

রেজাল্ট চেক করার ধাপ jee main 2025 session 2 result out

১.প্রথমে লগ ইন করুন jeemain.nta.nic.in ওয়েবসাইটে

২.“JEE Main 2025 Session 2 Result” লিঙ্কে ক্লিক করুন

৩.আপনার অ্যাপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড বা জন্মতারিখ লিখে সাবমিট করুন

৪.আপনার ফলাফল স্ক্রিনে ভেসে উঠবে

৫.স্কোরকার্ডটি ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষণ করুন

ফলাফল নিয়ে কী জানা জরুরি? jee main 2025 session 2 result out

এই স্কোরের ভিত্তিতেই নির্ধারিত হবে কোন পরীক্ষার্থী JEE Advanced 2025-এ বসার যোগ্য। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে NTA প্রকাশ করবে কাট-অফ স্কোর ও শীর্ষস্থানাধিকারীদের তালিকাও।

 

 Education-Career: JEE Main 2025 Session 2 (BE/BTech) result to be declared today, April 17, by NTA. Candidates can check their scorecards and final answer key on jeemain.nta.nic.in. Know steps to download result and important dates.

Advertisements